This Article is From Mar 30, 2020

গ্রামের নাম "করৌনা", মারণ ভাইরাসের দাপটে এখন রাতারাতি ভিলেন এই গ্রাম!

Coronavirus: করোনা ভাইরাস বিশ্ব সহ ভারতেও ত্রাসের সৃষ্টি করেছে, এই পরিস্থিতিতে নাজেহাল উত্তরপ্রদেশের ওই গ্রামের মানুষ, রীতিমতো বিদ্বেষের শিকার তাঁরা

গ্রামের নাম

Korauna village: লোকজন তাঁদের গ্রামের নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে উঠছেন, অভিযোগ করৌনার বাসিন্দাদের

হাইলাইটস

  • উত্তরপ্রদেশের একটি গ্রামের নাম "করৌনা"
  • ওই গ্রামের বাসিন্দারা এই নামের জেরে বিপত্তি পোহাচ্ছেন
  • রীতিমতো একঘরে করে দেওয়া হচ্ছে ওই গ্রামকে, অভিযোগ বাসিন্দাদের
সীতাপুর,উত্তরপ্রদেশ:

নামের বিড়ম্বনায় নাজেহাল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুর জেলার একটি গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই গ্রামের বাসিন্দাদের দেখলেই লোকজন তেলেবেগুনে জ্বলে উঠছেন। কারণ একটাই, বর্তমানে যেখানে গোটা বিশ্বে করোনা ভাইরাস (Coronavirus) তাণ্ডব করছে ঠিক সেই সময় এই গ্রামের নাম "করৌনা" হওয়ার জেরে রীতিমতো ভিলেন হয়ে গেছেন গ্রামের (Korauna village) বাসিন্দারা। এই অস্বস্তিকর পরিস্থিতির কথা তুলে ধরেছেন করৌনা গ্রামেরই এক বাসিন্দা। রাজন নামে ওই ব্যক্তি বলেন, "কেউ আমাদের সঙ্গে মিশতেই রাজি নয়; আমাদের গ্রামের লোকজনও আতঙ্কিত। আমরা যখন কাউকে বলি যে আমরা করৌনা গ্রামের তখনই মানুষজন আমাদের এড়িয়ে চলে যান। তাঁরা কিছুতেই বুঝতে চাইছেন না যে এটা আসলে একটি গ্রামের নাম, এখানে কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নই"।

যাঁরা ওই গ্রামটি সম্পর্কে জানেন না তাঁরা গ্রামের নাম শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। "অন্যান্য লোকজন এতটাই ভয় পেয়ে যাচ্ছেন যে তাঁরা টেলিফোন করলেও তা ধরে কোনও জবাব দিতে চাইছেন না", বলেন গ্রামের বাসিন্দা রাজন।

"আমরা যদি রাস্তায় বের হই, সেই সময় পুলিশ যদি আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাচ্ছি তখনও ঝামেলা পোহাতে হয় আমাদের। কেননা আমরা যেই তাঁদের বলি যে আমরা করৌনায় যাচ্ছি, তাঁরা বিচলিত হয়ে পড়েন। আমাদের গ্রামের নাম যদি এইরকম হয় তবে আমরা কী করতে পারি বলুন তো?", বলেন আরেক স্থানীয় বাসিন্দা সুনীল।

রামজি দীক্ষিত নামে করৌনার আরেক বাসিন্দা যা জানিয়েছেন তা শুনে আপনি হাসবেন না কাঁদবেন তা ভেবে উঠতে পারবেন না। "আমরা যখন লোকজনকে প্রয়োজনে টেলিফোন করি এবং তাঁদের বলি যে আমরা করৌনার কাছ থেকে ফোন করছি, তারা তখনই  আমাদের কল কেটে দেয়, তাঁরা ভাবে যে কেউ তাঁদের সঙ্গে রসিকতা করছে", রীতিমতো বিব্রত হয়ে বলেন ওই গ্রামবাসী।

এদিকে দেশে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। সরকারি পরিসংখ্যান মতে, ১ হাজারেরও বেশি মানুষ এখন করোনা আক্রান্ত। পাশাপাশি ওই মারণ ভাইরাসের শিকার হয়েছেন ২৮ জন। সব মিলিয়ে, তাই লকডাউনের মধ্যেও বাড়ছে করোনা আতঙ্ক।

.