Read in English
This Article is From Apr 30, 2020

"দরিদ্রদের সাহায্যে ৬৫.০০০ কোটি দিন": রাহুল গান্ধিকে রঘুরাম রাজনের পরামর্শ

Coronavirus: আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেছেন, "লকডাউন করে দেওয়াটা খুব সহজ, কিন্তু দেশের অর্থনীতির পক্ষে এটা খুব একটা ভাল ফল দেবে না"

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus: করোনা ভাইরাসের কারণে দেশে জারি করা লকডাউন নিয়ে রঘুরাম রাজনের সঙ্গে আলোচনা করেন রাহুল গান্ধি

Highlights

  • ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি
  • রঘুরাম রাজনের সঙ্গে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তিনি
  • লকডাউনের ধাক্কা সামলাতে দরিদ্রদের ৬৫,০০০ কোটি টাকার সাহায্য প্রয়োজন: রাজন
নয়া দিল্লি:

দেশে যেভাবে করোনা সংক্রমণ (Coronavirus) কমাতে টানা লকডাউন চলছে তা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই লকডাউন পরিস্থিতি নিয়েই আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে আলোচনা বৃহস্পতিবার আলোচনা করেন সনিয়া পুত্র (Rahul Gandhi)। সেই আলোচনাতেই রঘুরাম (Raghuram Rajan) বলেন, "লকডাউন করে দেওয়াটা খুব সহজ, কিন্তু দেশের অর্থনীতির পক্ষে এটা খুব একটা ভাল ফল দেবে না"। ভিডিও সাক্ষাৎকারে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির এক প্রশ্নের জবাবে বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজন হিন্দিতে বলেন, "আমাদের দেশের শুধু দরিদ্রদের বাঁচানোর জন্যেই কমপক্ষে ৬৫.০০০ কোটি টাকা সাহায্যের প্রয়োজন পড়বে"। রাহুল গান্ধি রঘুরাম রাজনের কাছে জানতে চান যে, "দেশের দরিদ্রদের জন্যে এই পরিস্থিতিতে কত টাকার প্রয়োজন হবে?"। এরই জবাবে ওই উত্তর দেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর।

৪ মে থেকে শিথিল করা হতে পারে একাধিক জেলায় লকডাউন বিধি: স্বরাষ্ট্র মন্ত্রক

করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দিয়েছে গোটা বিশ্বে। ভারতেও থাবা বসিয়েছে ওই মারণ রোগ। এই পরিস্থিতি থেকে বাঁচতে লকডাউনের পথে হাঁটলেও ৩ মে-র পরে ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। এই লকডাউনের ফলে দেশের সামগ্রিক অর্থব্যবস্থায় যে বিপুল ক্ষতি হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধি। এই অবস্থা থেকে কীভাবে দেশ ঘুরে দাঁড়াতে পারবে সেসম্পর্কে জানতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করবেন বলে আগেই জানিয়েছিলেন ওই কংগ্রেস সাংসদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রঘুরাম রাজনের সঙ্গে হওয়া বৈঠকটিই সেক্ষেত্রে রাহুল গান্ধির প্রথম প্রচেষ্টা।

Advertisement

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০০০ পেরলো, মৃত ১,০৭৪, ২৪ ঘণ্টায় মৃত ৬৭

রাহুল গান্ধিকে নিয়ে প্রায়শই বিজেপি নেতারা কটাক্ষ করে থাকেন। এমনকী সম্প্রতি রাজীব-সনিয়া পুত্রকে এমন কথাও শুনতে হয় যে, তাঁর (রাহুল গান্ধি) উচিত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের মতো বিশেষজ্ঞদের থেকে "টিউশন" নেওয়া। যদিও এই সব কটাক্ষ গায়ে না লাগিয়েই বৃহস্পতিবারই অর্থনীতিবিদ রঘুরাম রাজনের সঙ্গে করোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

Advertisement

বর্তমানে রঘুরাম রাজন, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে বহাল রয়েছেন। কংগ্রেস-নেতৃত্বাধীন সরকারের আমলে ২০১৩ সালে তাঁকে ৩ বছরের জন্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের গভর্নর হিসাবে নিয়োগ করা হয়।

Advertisement