Read in English தமிழில் படிக்க
This Article is From Jul 11, 2020

লক্ষাধিক টাকায় বিক্রি হচ্ছে সোনার উপর হিরে বসানো করোনা মাস্ক

Coronavirus: ইয়েলো গোল্ডের উপর আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরি মাস্কের দাম ১.৫ লক্ষ টাকা ও হোয়াইট গোল্ডের উপর হিরে বসানো মাস্কের দাম ৪ লক্ষ টাকা

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Diamond-studded masks: অনেকেই এই ধরণের মাস্ক কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন, বলেন গয়নার দোকানের মালিক

Highlights

  • করোনা পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক
  • তাই ক্রমশই বাজারে ডিজাইনার মাস্কের চাহিদা বাড়ছে
  • সোনার উপর হিরে বসিয়ে দারুণ মাস্ক তৈরি করলেন গুজরাটের স্বর্ণ ব্যবসায়ী
সুরাট:

এবার পুজোয় চাই হিরে বসানো সোনার মাস্ক (Diamond-studded masks), এমন আবদার আপনার কাছে করতেই পারেন প্রিয়জন। কেননা করোনা পরিস্থিতিতে মাস্ককেই স্টাইল স্টেটমেন্ট করতে চাইছেন অনেকে। ভয়ঙ্কর কোভিড- ১৯ সংক্রমণ থেকে বাঁচতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরায় মুখের অনেকটা অংশই ঢেকে যাচ্ছে। তাই বিপরীত প্রান্তের মানুষটির নজর টানতে এমন কিছু করার কথা আপনার মনে হতেই পারে। তবে তার জন্যে আপনার পকেট একটু বেশিই ভারী হতে হবে এই যা। সুরাটের (Surat) একটি গয়নার দোকানে তৈরি করা হয়েছে এমনই নজরটানা মাস্ক। হিরে বসানো সোনার তৈরি মাস্কের নাকি বেশ চাহিদাও তৈরি হয়েছে। মাস্কগুলোর দাম মোটামুটি দেড় লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, সবচেয়ে নজর কাড়া ও দামি মাস্কটির মূল্য প্রায় চার লক্ষ টাকা। ওই গয়নার দোকানের মালিক দীপক চোকসি (Dipak Choksi) জানিয়েছেন যে, দোকানের এক ক্রেতার কথা শুনেই প্রথম এই পরিকল্পনার কথা মনে আসে তাঁর। করোনা আবহের মধ্যেই ওই ক্রেতা তাঁর দোকানে এসে বর-কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দেওয়ার কথা বলেন। তারপরেই তিনি ওই ধরণের মাস্ক তৈরি শুরু করেন।

রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত করোনা, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭,১১৪ জন

সুরাটের ওই গয়না ব্যবসায়ী বলেন, "লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে এক ক্রেতা আমার দোকানে আসেন যাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি এসে আমাদের বলেন বর ও কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দিতে। ওই ডিজাইনার মাস্ক পেয়ে খুব খুশি হন ক্রেতা। পরে আমরা আরো বেশি করে এই মাস্ক তৈরি শুরু করি। কারণ আগামী মাসগুলোতেও এই ধরণের মাস্কের চাহিদা থাকবে। খাঁটি হিরে এবং আমেরিকান ডায়মন্ড দুই ধরণের পাথর দিয়েই সোনার মাস্কগুলো তৈরি হয়েছে"।

Advertisement

পশ্চিমবঙ্গেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৯৮ জন

"ইয়েলো গোল্ডের উপর আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরির মাস্কগুলোর দাম পড়বে ১.৫ লক্ষ টাকা। হোয়াইট গোল্ডের উপর সত্যিকারের হিরে ব্যবহার করে তৈরি মাস্কগুলোর দাম ৪ লক্ষ টাকা", সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন দীপক চোকসি।

Advertisement

দোকানের মালিক একথাও জানান যে এই মাস্কগুলো সরকারের নির্দেশিকা অনুসারেই তৈরি করা হয়েছে যার মাধ্যমে করোনা সংক্রমণ রোখা যাবে।

ওই গয়নার দোকানে আসা এক ক্রেতা বলেন, "আমার পরিবারে একটি বিয়ে আছে বলে আমি গয়না কিনতে এসেছি। কিন্তু এখানে এসে হিরের ওই মাস্কটি দেখে আমার গয়নার থেকে অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। আমি তাই এটি কেনার সিদ্ধান্ত নিলাম"।

Advertisement

সম্প্রতি, পুনের এক ব্যক্তি সোনার মাস্ক পরে সবাইকে অবাক করে দেন। শঙ্কর কারাডে নামের ওই ব্যক্তির সোনার মাস্কের দাম ২ লক্ষ ৮৯ হাজার টাকা। 

Advertisement