This Article is From Mar 23, 2020

লকডাউন যাঁরা মানবেন না তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন

Coronavirus Lockdown: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই লকডাউনের নির্দেশ, অথচ অনেক মানুষই গুরুত্ব দিচ্ছেন না বিষয়টিকে, উদ্বেগ প্রধানমন্ত্রীর

লকডাউন যাঁরা মানবেন না তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন

Coronavirus Outbreak: পশ্চিমবঙ্গ সহ দেশের ৮০ টি শহরে লকডাউন জারি

হাইলাইটস

  • এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে
  • করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
  • লকডাউন না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা, জানিয়েছে সরকার
নয়া দিল্লি:

দেশের বর্তমান লকডাউন (Lockdown) পরিস্থিতি অমান্য করে যাঁরা রাস্তায় নামবেন, বা এদিক-ওদিক জমায়েত করবেন তাঁদের বিরুদ্ধে এবার কড়া আইনি পদক্ষেপ করা হবে, স্পষ্ট করে জানিয়ে দিল প্রশাসন। গত কয়েকদিনের মধ্যেই লাফিয়ে লাফিয়ে দেশে করোনা সংক্রমণ বেড়েছে, এই মুহূর্তে সরকারি তথ্য অনুযায়ী ৪০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত ওই মারণ ভাইরাসে। অনেকেই বলছেন, দেশের মানুষ সচেতন না হলে এই সংক্রমণ (Coronavirus) আরও ছড়াবে। ইতিমধ্যেই দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা তুলে ধরে সকলকে লকডাউন মেনে চলার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার টুইট করেছেন তিনি। সেখানে মোদি লিখেছেন, "অনেক মানুষ এখনও লকডাউনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান, এই নির্দেশগুলোকে গুরুত্ব দিয়ে অনুসরণ করুন। আমি রাজ্য সরকারগুলোকেও অনুরোধ করছি যাতে সব রাজ্যগুলোতেই এই সব নির্দেশিকা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা যায়।"

প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরেই একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা এই লকডাউন মানবেন না সেই লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৭ মার্চ পর্যন্ত লকডাউন পশ্চিমবঙ্গ, সোমবার থেকেই শুনশান কলকাতা

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, কেরল, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি এবং উত্তরাখণ্ডে চলবে না কোনও ট্রেন, চলবে না মেট্রোও। পাশাপাশি বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস পরিষেবাও। শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজ এবং জিমও বন্ধ বিভিন্ন রাজ্যে।

সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু পশ্চিমবঙ্গেও। এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ থাকবে সব। শুধু মিলবে জরুরি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা। এ রাজ্যে এই লকডাউন চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত, জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

"অনেকেই লকডাউনের গুরুত্ব বুঝছেন না": করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদি

এদিকে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে দেশের ল্যাবরেটরিগুলোতে ক্রমশই বাড়ছে চাপ। অনেকেই চাইছেন সতর্কতা স্বরূপ COVID-19 সংক্রমণ সংক্রান্ত পরীক্ষাটি করিয়ে নিতে। কিন্তু প্রয়োজনের তুলনায় দেশে এই ধরণের পরীক্ষা করার মতো কেন্দ্র অনেকটাই কম। তাই এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র সরকারি সংস্থাই নয়, অনেক প্রাইভেট ল্যাবরেটরিগুলিকেও এই ধরণের পরীক্ষা করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। কোনওভাবে কোনও ঝুঁকি নিতে চায় না সরকার।

.