This Article is From Mar 22, 2020

৩১ মার্চ পর্যন্ত এ রাজ্যে বন্ধ আন্তঃরাজ্য বাস পরিষেবা

রবিবার মধ্যরাত পর্যন্ত কিছু ট্রেন চলবে শহর ও শহরতলির, এমনটাই জানানো হয়েছে পিআইবির একটি বিজ্ঞপ্তিতে

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

রবিবার থেকেই বন্ধ সমস্ত আন্তঃরাজ্য বাস পরিষেবা

কলকাতা:

করোনা ভাইরাস (Covid-19) ছড়িয়ে পড়ার কারণে, দেশের বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা, রাশ টানা হয়েছে গণ পরিবহন ব্যবস্থায়। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ পর্যন্ত আন্তঃরাজ্য বাস পরিষেবায় (Inter-
State Bus Services) বন্ধ করে দিলেন তিনি। ২২ মার্চ  মধ্যরাত থেকে বাইরের রাজ্যের কোনও ট্রেন যাতে এরাজ্যে না ঢোকে তার জন্য রেলবোর্ডের চেয়ারম্যানকে চিঠি লেখেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। রবিবার মধ্যরাত পর্যন্ত কিছু ট্রেন চলবে শহর ও শহরতলির, এমনটাই জানানো হয়েছে পিআইবির একটি বিজ্ঞপ্তিতে।

রাজ্যের পরিবহন সচিব এনএস নিগম জানিয়েছেন, রবিবার থেকেই বন্ধ সমস্ত  আন্তঃরাজ্য বাস পরিষেবা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement