West Bengal: করোনা ভাইরাসে আক্রান্ত হাবড়ার তরুণী, এই নিয়ে রাজ্যে ওই মারণ রোগে আক্রান্ত ৩
হাইলাইটস
- পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৩
- এবার হাবড়ার এক তরুণীর শরীরে মিলল ওই ভাইরাস
- বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি
কলকাতা: পশ্চিমবঙ্গেও (West Bengal) ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, কলকাতা ছাড়িয়ে এবার ওই মৃত্যুদূত (Coronavirus) হানা দিল উত্তর ২৪ পরগনা জেলাতেও। দেখতে দেখতে এই ক'দিনে কলকাতা সহ গোটা রাজ্যে ৩ জন আক্রান্ত হলেন এই মারণ ভাইরাসে। এবার স্কটল্যান্ড থেকে ওই মারণ রোগ শরীরে বয়ে শহরে এলেন এক তরুণী। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন গত ১৬ মার্চ তিনি স্কটল্যান্ড থেকে এদেশে ফেরেন। তারপরেই তাঁর শরীরে মেলে করোনা সংক্রমণের লক্ষণ। পরে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হলে, তাঁর শারীরিক পরীক্ষায় ধরা পড়ে COVID-19 পজিটিভ। ওই তরুণী মূলত ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতাল (Beliaghata ID) সূত্রে খবর, ওই তরুণীকে এখন আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদেরও কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদেরও শারীরিক পরীক্ষা করে দেখা হবে। এই নিয়ে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জন। এই প্রথম জেলায় কারও শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলল। কলকাতা ছাড়িয়ে এবার জেলায় (North 24 Parganas) করোনা ভাইরাসের জীবাণু মেলায় চিন্তিত রাজ্যের স্বাস্থ্য দফতর।
কলকাতাতেও বাড়ছে করোনা সংক্রমণ, আতঙ্কে বন্ধ রাখা হচ্ছে ঐতিহ্যের কফি হাউস
করোনা ভাইরাস, যার নামেই এখন মৃত্যুর হাতছানি। এই ত্রাস এখন এমনভাবেই গোটা দেশে ছড়িয়েছে যে প্রধানমন্ত্রীও বার্তা দিচ্ছেন খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর। তবে সাম্প্রতিক করোনা সংক্রমণের ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে এই ভাইরাস মূলত বিদেশ থেকেই শরীরে বয়ে ভারতে আনছেন এখানকার নাগরিকরা। এ রাজ্যে এর আগে যে দু'জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদেরও, বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে।
রাজ্যে প্রথম করোনা আক্রমণের প্রমাণ মেলে এক উচ্চপদস্থ আমলার ছেলের শরীরে। জানা গেছে, ওই তরুণ লন্ডন থেকে ফিরেছিলেন ১৫ মার্চ। কিন্তু বিমান থেকে নেমে করোনা পরীক্ষা করাননি তিনি। ১৭ মার্চ বেলেঘাটা আইডিতে গিয়ে পরীক্ষা করালে তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলে। এই ঘটনার পরে তাঁর বাবা, মা, ড্রাইভার, পরিচারিকাদেরও আইসোলেশনে রাখা হয়েছে।
বাড়ছে আতঙ্ক, কলকাতায় মিলল দ্বিতীয় করোনা আক্রান্তের সন্ধান
শুক্রবার দ্বিতীয় করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মেলে কলকাতায়। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, লন্ডন ফেরত এক যুবকের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক লক্ষণ মেলে। সম্প্রতি দিল্লি বিমানবন্দর হয়ে শহরে ফেরেন এই যুবক। মূলত বালিগঞ্জের বাসিন্দা তিনি। জানা গেছে, বিদেশ থেকে ফেরার পর নিজের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় তিনি ঘরবন্দি করে ফেলেন নিজেকে। পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরে রয়েছেন তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)