This Article is From Mar 24, 2020

মৃত্যুদূত করোনার সঙ্গে যুঝতে কেন্দ্রের কাছে আরও সাহায্য চাইবেন রাজ্যপাল

Coronavirus: "মুখ্যমন্ত্রী যথেষ্ট ভাল কাজ করছেন, তিনি সব সময় সক্রিয় রয়েছেন, এই সময় দরকার একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় লড়াই করার", বলেন জগদীপ ধনকড়

মৃত্যুদূত করোনার সঙ্গে যুঝতে কেন্দ্রের কাছে আরও সাহায্য চাইবেন রাজ্যপাল

Jagdeep Dhankhar: রাজ্যে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে আরও কেন্দ্রীয় সাহায্যের আবেদন রাজ্যপালের

হাইলাইটস

  • করোনা ভাইরাসের সঙ্গে লড়তে কেন্দ্রের কাছে পরীক্ষা কিট চাইবেন রাজ্যপাল
  • সোমবার একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই কথা বলেন জগদীপ ধনকড়
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের কাছে এই সাহায্য চেয়েছেন
কলকাতা:

গোটা দেশের মতোই এ রাজ্যেও (West Bengal) পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর তাই আরও কড়া হাতে এই ভাইরাসের (Coronavirus) মোকাবিলা করা প্রয়োজন, এমনটাই মনে করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই মারণ ভাইরাসের কোনও লক্ষণ (Coronavirus Outbreak) দেখা দিলে তা পরীক্ষার জন্যে চাই বিশেষ চিকিৎসা-সামগ্রী, আর তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম এ রাজ্যে। এবার তাই রাজ্যে এই ধরণের পরীক্ষার জন্যে আরও কিট পাঠানোর বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। COVID-19 এর সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে ধনকড় (Jagdeep Dhankhar) একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। সেখানেই তাঁকে রাজ্যের একজন শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ রাজ্যের জন্যে আরও পরীক্ষা-কিট পাঠানোর বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলার বিষয়ে অনুরোধ করেন। জবাবে রাজ্যপাল বলেন, "এই বিষয়টি নিয়ে আমি অবশ্যই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব"। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রকে আরও পরীক্ষামূলক কিট রাজ্যে পাঠানোর বিষয়ে অনুরোধ জানিয়ে বলেন, বর্তমানে রাজ্যের কাছে এই জাতীয় যতগুলো কিট আছে তা এই পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষে অপর্যাপ্ত।

করোন‌া ভাইরাসের প্রকোপে প্রথম মৃত্যু কলকাতায়, ছিল না বিদেশ ভ্রমণের ইতিহাস: সূত্র

"এই দুঃসময়ে রাজনৈতিক মাইলেজ নেওয়ার সময় নেই, বরং এখনই কিছু সঠিক পদক্ষেপ করার সময়", ওই অনুষ্ঠানেই বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি অবশ্য '' রাজনৈতিক মাইলেজ'' সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যায় যাননি। এদিকে রাজ্য সরকারের করোনা উদ্যোগের প্রশংসা করে রাজ্যপাল বলেন, "মুখ্যমন্ত্রী যথেষ্ট ভাল কাজ করছেন। তিনি সব সময় সক্রিয় রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছেন, আমি জানি সেটা। রাজ্যের মুখ্য সচিবও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এই সময় আমাদের দরকার সমন্বয়ের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় একসঙ্গে লড়াই করার, একসঙ্গে পদক্ষেপ করার"।

রাজ্যে করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার নিয়ে দীর্ঘ টালবাহানা, রাস্তা অবরোধ

করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থায় যাঁরা এই লকডাউন নির্দেশ না মেনে রাস্তায় বেরোচ্ছেন এমন ব্যক্তিদের উদ্দেশে রাজ্যপাল বলেন, "পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশ সম্পূর্ণরূপে অনুসরণ করা উচিত, না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। যারা এই বিষয়টি মানছেন না, তাঁরা এই বিপদ সম্পর্কে কোনও ধারণাই করতে পারছেন না। আমি সবার উদ্দেশে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এই লকডাউন পরিস্থিতি বজায় রাখুন, সরকারের নির্দেশিকা-বিধিনিষেধ মেনে চলুন"।

সোমবারই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তারপরেই এ রাজ্যে আরও চেপে বসেছে করোনা আতঙ্ক।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.