This Article is From Jul 23, 2020

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,০০০ এরও বেশি, একদিনে মৃত ১,১২৯

Coronavirus: এখনও পর্যন্ত দেশে মোট ১২,৩৮,৬৩৫ জন কোভিডের কবলে পড়েছে, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৮৬১

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,০০০ এরও বেশি, একদিনে মৃত ১,১২৯

Coronavirus In India: ভারতে করোনা সংক্রমণ লাগাতার বাড়ছে, তবে বাড়ছে সুস্থতার সংখ্যাও

হাইলাইটস

  • একদিনের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৭২০ জন
  • একদিনে মৃত ১,১২৯ জন, ভারতে মোট মৃত্যু ২৯,৮৬১ জনের
  • তবে দেশে করোনা থেকে সুস্থতার হার বাড়ছে
নয়া দিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) লম্ফঝম্ফ ক্রমেই যেন বাড়ছে। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৫,৭২০ জন নতুন করোনা রোগীর (India COVID-19) সন্ধান মিলেছে। পাশাপাশি গত একদিনে ১,১২৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। ফলে দেশে করোনায় আক্রান্তের (Coronavirus In India) সংখ্যা এখন ১২ লক্ষ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত দেশে মোট ১২,৩৮,৬৩৫ জন কোভিডের কবলে পড়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৮৬১। তবে চিকিৎসা সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত মোট ৭,৮২,৬০৭ জন মানুষ করোনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন। ফলে দেশে পুনরুদ্ধারের হার এখন ৬৩.১৮ শতাংশ এবং করোনা পজিটিভ হওয়ার হার ১৩.০৩ শতাংশ।

বঙ্গে বাড়ছে করোনা আতঙ্ক, গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ও সংক্রমণ

দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে আরও বেশি করে পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বুধবার মোট ৩,৫০,৮২৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে পরীক্ষিত মোট নমুনা দেড় কোটিও বেশি।

করোনা আবহেও অপ্রতিরোধ্য মুকেশ আম্বানি, হলেন বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি

দেশের যে পাঁচটি রাজ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে তারা হলো: মহারাষ্ট্র (১০,৫৭৬), অন্ধ্রপ্রদেশ (৬,০৪৫), তামিলনাড়ু (৫,৮৪৯), কর্নাটক (৪,৭৬৪) এবং উত্তরপ্রদেশ (২,৩০০)।

এদিকে বুধবার যে ৫টি রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তারা হলো: তামিলনাড়ু (৫১৮), মহারাষ্ট্র (২৮০), অন্ধ্রপ্রদেশ (৬৫), কর্নাটক (৫৫) এবং পশ্চিমবঙ্গ (৩৯)।

বাংলায় বুধবার নতুন করে আরও ২,২৯১ জন করোনা রোগীর সন্ধান মিলেছে। এখনও পর্যন্ত এরাজ্যে মোট ৪৯,৩২১ জন এই মারণ রোগের কবলে পড়েছে এবং মোট ১,২২১ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস।

যেভাবে দেশের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়ছে তা দেখে শুনে বেশ কয়েকটি রাজ্যের সরকার সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে সম্পূর্ণ লকডাউন জারি করেছে। বিশ্ব তালিকায় করোনা সংক্রমণের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে ভারত।

সোমবার থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের নতুন আবিষ্কৃত টিকা কোভাক্সিনের মানব দেহে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এইমসের নির্দেশক ডঃ রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, এই পরীক্ষামূলক ব্যবহার ও তা নিয়ে গবেষণা সংক্রান্ত বিষয়গুলোর সম্পর্কে তথ্য আসতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে। তিনি বলেন, "এই ঘটনা (পরীক্ষামূলক ব্যবহার শুরু) খুবই আনন্দের কারণ এটি একটি দেশি টিকা; এমনকী বিশ্বের অন্য কোথাও যদি নতুন ভ্যাকসিন তৈরি করা হয় তাহলে সেটিও উৎপাদন করা হবে ভারতে।" 

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, গত বছরের শেষ থেকেই করোনা ভাইরাস চিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে মহামারী রূপে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে এখনও পর্যন্ত মোট ৬,১৭.৬০৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট করোনা আক্রান্ত কমপক্ষে ১৫,০০৭,২৯১ জন।

.