Coronavirus in India: সংক্রমণের হিসাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত
হাইলাইটস
- ভারতে করোনা সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে
- মাত্র ৩ দিনের মধ্যে ১ লক্ষেরও বেশি মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত
- বিশ্বে সংক্রমণের বিচারে আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত
নয়া দিল্লি: যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি আরও বৃদ্ধি করছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে ৫৫,০০০ এরও বেশি মানুষের শরীরে আক্রমণ করলো সেটি (Coronavirus)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার সকালে যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সারা দেশেই এই রোগে (Coronavirus in India) আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। তবে এই রোগকে নিয়ন্ত্রণে আনতে বেশি করে করোনা পরীক্ষার দিকে জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শুধু বৃহস্পতিবার সারাদিনে দেশ জুড়ে ৬.৪২ লক্ষেরও বেশি মানুষের শরীরে থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ভারতে মোট ১৬.৩৮ লক্ষ মানুষ এই (Covid-19) রোগের কবলে পড়েছে এবং এর মধ্যে ৩৫,৭৪৭ জনের প্রাণ কেড়েছে এই মারণ রোগ।
বেশি মাত্রায় সংক্রমিত শহরে উড়ান ১৫ অগস্ট পর্যন্ত স্থগিত রাখার প্রস্তাব রাজ্যের
আতঙ্ক আরও বাড়াচ্ছে করোনা সংক্রমণের অপ্রতিরোধ্য গতি। মাত্র ৩ দিনের মধ্যে দেশে ১৫ লক্ষ থেকে ১৬ লক্ষেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭৯ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯।
মহামারী প্রতিরোধে হার্ড ইমিউনিটি, ভারতে টিকার বিকল্প নয়: স্বাস্থ্য মন্ত্রক
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে, অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় পর্যায়ে লকডাউন আরও বাড়িয়ে দিয়েছে। মহারাষ্ট্র এবং তামিলনাড়ু উভয় রাজ্যের সরকারই ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানোর নির্দেশনা জারি করেছে। ওড়িশা তার রাজধানী ভুবনেশ্বরেও লকডাউনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা ৪ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়িয়েছে, অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরকার ঠিক করেছে প্রত্যেক সপ্তাহান্তে লকডাউন করবে।
পশ্চিমবঙ্গ সরকারও সপ্তাহে দুদিন করে কঠোর লকডাউন পালন করছে। আগামী সপ্তাহে ৫ অগাস্ট পূর্ণ লকডাউন পালন করা হবে। একইভাবে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ৩১ জুলাই থেকে সপ্তাহান্তে লকডাউন পালন করবে বলে ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশ ৩ আগস্ট থেকে মাছিলিপত্তনমে লকডাউন ঘোষণা করেছে।
চলতি বছরের ৩০ জানুয়ারি ভারতের মধ্যে প্রথম করোনা সংক্রমিতের সন্ধান মেলে কেরলে। তারপর থেকে সারা দেশে এই রোগের সংক্রমণ বেড়েছে। যেখানে ১১০ দিন পরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করেছিল সেখানে ১৬ লক্ষের বেশি মানুষের শরীরে এই সংক্রমণ ছড়াতে মাত্র ১৮৩ দিন সময় লেগেছে।