This Article is From Apr 04, 2020

হার মানল করোনাও! সামাজিক দূরত্ব মেনে ভিডিও কলে 'নিকাহ' যুগলের

लॉकडाउन (Lockdown) के बीच महाराष्ट्र (Maharastra) के औरंगाबाद (Aurangabad) में एक निकाह (Nikah) का आयोजन किया गया. इस शादी में मुश्किल से 5 से 10 लोग शामिल थे. वहीं निकाह की पूरी रस्म वीडियो कॉल (Video Call) के जरिए पूरी की गई.

Advertisement
অফবিট Edited by

লকডাউনে ভিডিও কলে নিকাহ!

একদিকে করোনার(Coronavirus) চোখ রাঙানি। অন্যদিকে, ভালোবাসার অমোঘ আকর্ষণ। কোনদিকে ঝুঁকবে মাথা? জীবন বলছে, ভালোবাসার কাছে যুগে যুগে হার মেনেছে সমস্ত শক্তি। মহামারীর মধ্যেও তাই আরও একবার জিতে গেল প্রেম। ভালোবাসার কাছে আত্মসমপর্ণ করে নয়া নজির গড়ল মহারাষ্ট্রের (Maharastra) । যদিও দেশের রাজ্যগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি কাবু এই রাজ্য। তার মধ্যেও লকডাউনে (Lockdown) সামাজিক দূরত্ব (Social Distancing) মেনে ভিডিও কলে 'নিকাহ' সারলেন আওরঙ্গাবাদের (Aurangabad) যুগল। দুই মুসলিম পরিবার বাঁধা পরলেন আত্মীয়তার বাঁধনে। অথচ নিয়মে কোনও ফাঁকি নেই। এভাবেই সমাজের চোখে উদাহরণ হয়ে দাঁড়ালেন এই পরিবার। 

লকডাউনে মায়ের রান্না খেয়ে মেয়ের এই রি-অ্যাকশন! দেখবেন নাকি?

খবর, নিকাহ পালন করতে গিয়ে প্রধানমন্ত্রীর কোনও নির্দেশ অমান্য করেননি দুই পরিবার। লকডাউনের নিয়ম অনুসরণ করে নিকাহর সমস্ত অনুষ্ঠান ভিডিও কলের মাধ্যমে পালন করেছেন তাঁরা। এমনকি, বিয়ের অন্যতম আচার 'মেহের'-ও পালিত হয় ভিডিও কলের মাধ্যমে।

Advertisement

গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এদেশে নতুন করে ওই মারণ ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯০২ জন। এর মধ্যে ৬৮ জনের ইতিমধ্যেই মৃত্যু (Coronavirus India Deaths) হয়েছে। সবচেয়ে ভয়ের কথা, একদিনের মধ্যে ১২ জন মারা গেছে এই রোগে আক্রান্ত হয়ে। ফলে আতঙ্ক যেন ক্রমশ আরও জাঁকিয়ে বসছে দেশের মানুষের মনে। সরকারি আধিকারিকদের মতে গত মাসে দক্ষিণ দিল্লিতে ইসলামী গোষ্ঠী তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত হারে ছড়াচ্ছে দেশ জুড়ে। এখনও পর্যন্ত ওই জমায়েতে যাঁরা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে ৩৬০ জনেরও বেশি মানুষের শরীরে ধরা পড়েছে COVID-19 ভাইরাসের সংক্রমণ। সব মিলিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাস করোনা।

Advertisement

Advertisement