Read in English
This Article is From Apr 24, 2020

"করোনা সঙ্কটের সময় সবচেয়ে বড় শিক্ষা হল স্ব-নির্ভরতা", বললেন প্রধানমন্ত্রী

"ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষা আসলে ঘর থেকেই শুরু হয়, শহরগুলোর তুলনায় গ্রামের মানুষেরা করোনা সঙ্কটের মোকাবিলায় আরও বেশি ভাল করে কাজ করেছেন", বলেন মোদি

Advertisement
অল ইন্ডিয়া Edited by

PM Narendra Modi: দেশের বিভিন্ন গ্রাম প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী

Highlights

  • করোনা ভাইরাসের এই সঙ্কটময় পরিস্থিতি দেশকে ভাল শিক্ষা দিল, বললেন মোদি
  • "দৈনন্দিন কাজের জন্যে অন্যের উপর ভরসা নয়, নিজেই করা যায়", শেখালো লকডাউন
  • দেশে শহরগুলোর তুলনায় অনেকটাই কম সংক্রমিত গ্রামগুলো, উল্লেখ করেন মোদি
নয়া দিল্লি:

করোনা ভাইরাস (Coronavirus) দেশকে নতুন এক চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে, ভারতকে "স্বনির্ভরতার" শিক্ষা দিয়েছে, শুক্রবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। COVID- 19 কে মোকাবিলা করতে দেশের মানুষকে ঠিক কতটা কঠিন পরিস্থিতির (Coronavirus Crisis) মধ্যে পড়তে হয়েছে, এই নিয়ে আলোচনা করতেই দেশের বিভিন্ন গ্রাম প্রধানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই ওই বৈঠক করেন তিনি। "করোনা ভাইরাস আমাদের সামনে প্রচুর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, তবে আমাদের জীবনে দেখা গেছে যখন যেমন পরিস্থিতি এসেছে তা থেকে আমাদের সবসময়ই শিখতে হয়েছে এবং হবে। এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিয়েছে ঠিক কী আচরণ আমরা করছি এবং কী আচরণ আমাদের করা উচিত। অনেক কিছু শিখিয়েছে এই করোনা পরিস্থিতি। এটি একেবারে স্পষ্ট করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের বেঁচে থাকার জন্যে কেবল নিজেদের উপরেই নির্ভর করতে হবে", বলেন প্রধানমন্ত্রী।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরলো ২৩,০০০, গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, মোট মৃত ৭১৮

চলতি সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী গ্রামীণ উন্নয়নমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে একটি চিঠিতে করোনা পরিস্থিতিতে পঞ্চায়েতি রাজ সদস্যরা যে সদর্থক ভূমিকা নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের "সাহসী যোদ্ধা" হিসাবে অভিহিত করেন।

Advertisement

"গ্রামগুলিই আমাদের দেখিয়েছে যে দেশের মানুষের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিক্ষা আসলে ঘর থেকেই শুরু হয়। শহরগুলোর তুলনায় গ্রামের মানুষেরা করোনা সঙ্কটের মোকাবিলায় আরও বেশি ভাল করে কাজ করেছেন। তাঁরা সামাজিক দূরত্ব মেনে চলেছে এবং শৃঙ্খলা রজায় রেখে সময় কাটিয়েছেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে", বলেন প্রধানমন্ত্রী মোদি।

করোনা ভাইরাসের যম সূর্যালোক, চাঞ্চল্যকর দাবি মার্কিন বিজ্ঞানীদের

Advertisement

শহরের মানুষদের গ্রামের থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি। কীভাবে নিজেদের কাজ নিজেরা করে নেওয়া যায়, সব নিয়ম মেনে চলেও কীভাবে স্বাবলম্বী হওয়া যায় তা শিখিয়েছেন গ্রামের মানুষজনই, একথাও উল্লেখ করেন তিনি। মোদি বলেন, "দৈনন্দিন কাজের জন্যে অন্যের উপর নির্ভর না করে নিজের প্রতি ভরসা রাখুন"।

করোনা ভাইরাসের সংক্রমণের হারকে নিম্নমুখী করতে দেশ জুড়ে টানা লকডাউন চলছে। আপাতত আগামী ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। ভারতে বর্তমানে করোনা আক্রান্ত ২৩,০৭৭ জন, মারা গেছেন ৭১৮ জন। তবে আশার কথা এই যে করোনার সঙ্কট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষজনের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখনও পর্যন্ত দেশে মোট ৪,৭৪৯  জন রোগী করোনার সঙ্গে যুঝে জয়লাভ করেছেন বলে খবর। 

Advertisement

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement