Coronavirus: ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের নির্দেশ পঞ্জাবে।
হাইলাইটস
- সমস্ত স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত পঞ্জাব সরকারের
- সেরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ১ জনের শরীরে
- দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১
Chandigarh: পঞ্জাবের (Punjab) সমস্ত স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিংলা শুক্রবার জানিয়ে দিলেন। তিনি এক বিবৃতিতে জানান, ‘‘রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটি ঘোষণা করা হল ৩১ মার্চ পর্যন্ত।'' রাজ্য সরকার মন্ত্রীদের নিয়ে এক সাত সদস্যের দল তৈরি করেছে। সদস্যদের কাজ হবে করোনা ভাইরাসের (Coronavirus)আতঙ্কের মধ্যে রাজ্যের দৈনন্দিন পরিস্থিতি খতিয়ে দেখা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাসপাতালগুলিতে। যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, সেক্ষেত্রে তা সামাল দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এখনও পর্যন্ত পঞ্জাবে করোনা-আক্রান্তের সংখ্যা এক। ইতালি থেকে ফেরা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে রাজ্যে।
মহারাষ্ট্রে আরও ৩, সারা দেশে করোনা-আক্রান্ত বেড়ে ৮১
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। গত বুধবার কর্নাটকের কালবুর্গির বাসিন্দা এক ৭৬ বছরের বৃদ্ধের মৃত্যু হয়। বৃহস্পতিবার তাঁর শরীরে ধরা পড়ে করোনা-সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে করোনা-আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই একটিই।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)