This Article is From Apr 27, 2020

২৪৫ টাকায় কেনা আরএনএ কিট ৬০০ টাকায় বিক্রি! "প্রতি ভারতীয়র অপমান", টুইট রাহুল গান্ধির

কংগ্রেস সাংসদ আরও লিখেছেন, "এই দুর্নীতি প্রতি ভারতীয়দের জন্য অপমান। প্রধানমন্ত্রী অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক"

২৪৫ টাকায় কেনা আরএনএ কিট ৬০০ টাকায় বিক্রি!

বহুদিন ধরেই নমুনা পরীক্ষার বহর বাড়াতে সরকারকে আর্জি জানাচ্ছেন রাহুল গান্ধি। (ফাইল)

নয়া দিল্লি:

অভিযোগ উঠেছে স্বল্পমুল্যে কেনা র‍্যাপিড টেস্টিং কিট (RNA kit from China) বেশি মুল্যে পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে। এর জেরে একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে, তার ক্রয় মুল্য। এই অসৎ উদ্দেশের সমালোচনায় সরব রাহুল গান্ধি (Rahul Gandhi)। এই সঙ্কটের মুহূর্তেও যারা মুনাফা লুটছেন, তাঁদের দেশ কোনওদিন ক্ষমা করবে না। এই ভাষাতেই সোমবার সরব হলেন রাহুল গান্ধি। জানা গিয়েছে, প্রতি কিটপিছু ভারতীয় মুদ্রায় ২৪৫ টাকায় চিন থেকে আমদানি করা হয় সেই আরএনএ কিট। এবার আমদানিকৃত সংস্থা ম্যাট্রিক্স  থেকে সেই কিট কেনে সরবরাহকারী সংস্থা রিয়াল মেটাবলিক্স আর আর্ক ফার্মাসিউটিক্যালস। এরপর সরকারকে সেই কিট বেচা হয় ৬৫০ টাকায়। এখানেই আপত্তি তুলেছেন  রাহুল গান্ধি। তিনি টুইটে (The MP tweeted) লেখেন, "মানুষ যখন সঙ্কটের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন কিছু মানুষ ঘুর পথে মুনাফা লোটার চেষ্টা করছেন। এই ধরনের অশুভ মানসিকতায় আমি উদ্বিগ্ন। কোনওদিন দেশ তাঁদের ক্ষমা করবে না।" এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদক্ষেপ নিতেও আর্জি জানিয়েছেন রাহুল গান্ধি। 

কোভিড-১৯ হটস্পটগুলিতে উঠবে না লকডাউন, মুখ্যমন্ত্রীদের জানালেন প্রধানমন্ত্রী: সূত্র

এদিন অন্য একটা টুইটে কংগ্রেস সাংসদ লিখেছেন, "এই দুর্নীতি প্রতি ভারতীয়দের জন্য অপমান। প্রধানমন্ত্রী অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক।" ইতিমধ্যে রিয়াল মেটাবলিক্স ও ম্যাট্রিক্সের আইনি লড়াইয়ের জল দিল্লি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। ক্রয় মুল্য ও বিক্রয় মুল্যের এই তফাৎ ঘিরেই সেই লড়াই। সেই আইনি লড়াইয় প্রেক্ষিতে আদালতের নির্দেশ ৪০০ টাকায় বিক্রয়মূল্য ধার্য করতে হবে প্রতি কিটের। ইতিমধ্যে বেজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ১৬ এপ্রিল প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টেস্টিং কিট, আরএনএ কিট-সহ, দেশে আমদানি করা হয়েছে। 

লকডাউনে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের সাহায্য করবে সরকার, টুইট মুখ্যমন্ত্রীর

এদিকে, রাহুলের টুইটের পরেই অপর কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল টুইট করে প্রশ্ন তোলেন। তিনি টুইটে লিখেছেন, "২৪৫ টাকায় আমদানি করা আরএনএ কিট আইসিএমআর কেন ৬০০ টাকায় কিনছে? সঙ্কটের এই মুহূর্তে গরিবের ঘাড়ে বোঝা বাড়ানো উচিত নয়। আশা করব সরকার জবাব দেবে।" 

দেখে নিন সেই টুইট: 

.