করোনা সংক্রমণ সতর্কতায় তাঁদের হোম কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার জানিয়েছেন বিডিও। (ফাইল ছবি)
নদিয়া (কলকাতা): ভিনরাজ্য থেকে রাজ্যে ফেরা ৩০ জনকে হোম কোয়ারান্টাইন (Home Quarantine) করল নদিয়া জেলা প্রশাসন (Nadia District)। জানা গিয়েছে, সম্প্রতি রাজস্থানের আজমের (Ajmer) ও দেশের অন্য শহর থেকে হরিণঘাটায় ফিরেছেন ওই ৩০ জন। হরিণঘাটার বিডিও কৃষ্ণগোপাল ধারা বলেছেন, এই ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওরা ৩০ জন। করোনা সংক্রমণ (Covid-19) সতর্কতায় তাঁদের হোম কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক বলেছেন, আমাদের কাছে খবর আছে এই রাজ্যে করোনা সংক্রমিত যে তরুণ, তাঁর বাবার সান্নিধ্যে এই জেলার ৩১ জন এসেছেন। তাদেরকেও হোম কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, সেই তরুণের বাবা জেলার পুর হাসপাতালের চিকিৎসক। ফলে সেই চিকিৎসকের গত দু-তিন দিনে কতজন রোগী এসেছে, তা নিশ্চিত নয়। কিন্তু এখন পর্যন্ত ৩৮ জন এমন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যারা সেই চিকিৎসকের সরাসরি সংস্পর্শে এসেছেন। এদিকে কল্যাণী জেএনএম হাসপাতালে ফ্লু নিয়ে ভর্তি হয়েছেন এক মহিলা। জানা গিয়েছে, সম্প্রতি তিনি এক বান্ধবীর সান্নিধ্যে এসেছিলেন, জে চিন থেকে ফিরেছেন। তাই সতর্কতা অবলম্বনে তাঁকে ভর্তি করে নেওয়া হয়েছে। জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক অভিজিৎ মুখোপাধ্যায়। বিশেষ পর্যবেক্ষণে রেখে সেই মহিলার চিকিৎসা চলছে জানান তিনি। অপরদিকে কোভিড-১৯ সংক্রমিত হয়ে একজন ওই হাসপাতালে ভর্তি, এমন একটা ভুয়ো ভিডিও ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। সেই ভিডিওর নেপথ্যের কারিগরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, জানিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)