This Article is From Mar 23, 2020

আগামী দু’সপ্তাহ কাজ করবেন না, জানালেন আলিপুরদুয়ারের যৌনকর্মীরা

জেলার মুখ্য মেডিক্যাল আধিকারিক যৌনকর্মীদের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই সময়ে এমন পদক্ষেপ খুব প্রয়োজনীয় ছিল।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

করোনা আতঙ্ক গ্রাস করছে যৌন পল্লিকেও।

Highlights

  • আগামী দু’সপ্তাহ কাজ করবেন না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের যৌনকর্মীরা
  • করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ তাঁদের
  • এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলার মুখ্য মেডিক্যাল আধিকারিক

আগামী দু'সপ্তাহ কাজ করবেন না আলিপুরদুয়ারের (Alipurduar) শতাধিক যৌনকর্মী (Sex Workers)। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতিতে এই পদক্ষেপ করছেন তাঁরা। সোমবার তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই জেলাশহরে আশপাশের জেলা থেকেও বহু মানুষ আসেন এখানে। এই পরিস্থিতিতে সংক্রমণ ছড়ানো আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানালেন যৌন‌কর্মীরা।

রাজ্যে বন্ধ হোক বিমান অবতরণ, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এক স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা যারা ওই যৌনকর্মীদের জন্য কাজ করে তারা জানিয়েছে, এই সময়ে তাদের তরফে ওই যৌনকর্মীদের আর্থিক সাহায্য করা হবে।

Advertisement

সংস্থার এক সদস্য ল্যারি বসু জানাচ্ছেন‌, ‘‘এটা খুবই ভাল সিদ্ধান্ত। আমরা ওঁদের যথাসাধ্য সাহায্য করব, যাতে ওঁরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারে।''

লকডাউন যাঁরা মানবেন না তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন

Advertisement

জেলার মুখ্য মেডিক্যাল আধিকারিক যৌনকর্মীদের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই সময়ে এমন পদক্ষেপ খুব প্রয়োজনীয় ছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement