Read in English
This Article is From Feb 13, 2020

‘উনি সিনিয়র নেতা...’’: রাহুল গান্ধির করোনা টুইটের জবাবে স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস নিয়ে রাহুল গান্ধির টুইটের পর তাঁকে পাল্টা টুইটে উত্তর দিলেনকেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। তাঁকে জবাব দিলেন তিনি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

রাহুল গান্ধির টুইটের পর পাল্টা টুইটে তাঁকে উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন।

Highlights

  • রাহুল গান্ধির টুইটের জবাব দিলেন হর্ষ বর্ধন
  • বুধবার করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে সরকারের ঔদাসিন্যের অভিযোগ তোলেন রাহুল
  • এদিন তারই জবাব দিলেন‌ স্বাস্থ্যমন্ত্রী
নয়াদিল্লি:

করোনা ভাইরাস (Coronavirus Situation) নিয়ে রাহুল গান্ধির টুইটের পর তাঁকে পাল্টা টুইটে উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের বিপদকে গুরুত্ব দিচ্ছে না। এবার তাঁকে জবাব দিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি টুইট করে জানান, ‘‘আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করেছি। উনি একজন সিনিয়র নেতা এবং একজন গুরুত্বপূর্ণ নেত্র্রীর পুত্র। আমি এটা নিয়ে কোনও তীব্র সমালোচনা করতে চাই না।''

বুধবার রাহুল গান্ধি টুইট করে জানিয়েছিলেন, ‘‘করোনা ভাইরাস আমাদের জনগণ ও আমাদের অর্থনীতির জন্য অন্যন্ত বিপজ্জনক। আমার মনে হচ্ছে সরকার এই বিপদকে গুরুত্ব দিয়ে দেখছে না। সময়মতো পদক্ষেপ জরুরি।''

রাহুল তাঁর টুইটের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টও জুড়ে দেন।

Advertisement

প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে পর্যবেক্ষণে রেখেছেন করোনা পরিস্থিতি, আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

গত সপ্তাহেই স্বাস্থ্যমন্ত্রী সংসদে আক্রমণ করেন রাহুল গান্ধিকে। রাহুল বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রীকে ডান্ডা দিয়ে মারা হবে কর্ম সঙ্কটের জন্য।''

Advertisement

এখনও পর্যন্ত চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,৩১০ জন। হংকং ও ফিলিপিন্স থেকেও দু'জনের মৃত্যুর খবর এসেছে। এখনও পর্যন্ত ভারতে তিনজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। তিনটি ঘটনাই কেরলে। একজনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু'জনের অবস্থা স্থিতিশীল।

চিনে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। এ পর্যন্ত ৪৪,৬৫৩ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

Advertisement

এদিকে জাপানে আটকে থাকা প্রমোদতরণীতে দু'জন ভারতীয় ক্রু সদস্যের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই জাহাজটিকে কোয়ারান্টাইন করে রাখা হবে। ‘ডায়মন্ড প্রিন্সেস' নামের ওই জাহাজে ৩,৭১১ জন যাত্রীর মধ্যে ১৩৮ জন ভারতীয়। 

Advertisement