This Article is From May 06, 2020

২৫ মার্চ লকডাউন শুরুর পর থেকে রাজ্যে গ্রেফতার ৪০,০০০

CoronaVirus Lockdown: লকডাউন না মানায় ৪০,৭২৩ জনকে গ্রেফতার ও ৩,৬১৪ টি যানবাহন বাজেয়াপ্ত করেছে পুলিশ

২৫ মার্চ লকডাউন শুরুর পর থেকে রাজ্যে গ্রেফতার ৪০,০০০

এর মধ্যে ৬৫২ জনকে গ্রেফতার করা হয়েছে লকডাউন লঙ্ঘনের দায়ে এবং ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক না পরার দায়ে (ফাইল)

হাইলাইটস

  • মঙ্গলবার কলকাতায় লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে গ্রেফতার মোট ৮৩৩ জন
  • গোটা রাজ্যে লকডাউন লঙ্ঘনের অভিযোগে মোট ৪০,৭২৩ জনকে গ্রেফতার করা হয়েছে
  • পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ৩,৬১৪ টি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে
কলকাতা:

করোনা ভাইরাসের সংক্রমন রুখতে দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছে| এই রাজ্যেও জারি বিধিনিষেধ। কিন্তু তা সত্ত্বেও যারা লকডাউন মানছেন না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এক টুইটে জানানো হয়েছে "২৫ মার্চ, দেশে লকডাউন জারির পর থেকে এখনও পর্যন্ত তা লঙ্ঘন করার অভিযোগে ৪০,৭২৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩,৬১৪ টি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে"।  একথাও বলা হয়েছে যে, যারাই লকডাউন মানবে না, তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে| লকডাউনের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ানো হলেও রেড জোন বা কনটেনমেন্ট জোন ছাড়া বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে।পাশাপাশি খোলার অনুমতি দেওয়া হয়েছে বেশ কিছু দোকানও। চালক সহ ৩ জনকে নিয়ে ছোট গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের তরফে একথাও জানানো হয়েছে, রেড জোন ছাড়া বাকি জায়গাগুলোতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যাবে।বেসরকারি অফিসগুলো খোলার অনুমতি দেওয়া হলেও তাতে খুবই অল্পসংখ্যক কর্মী দিয়ে কাজ চালাতে বলেছে রাজ্য সরকার।বেশিরভাগ ব্যক্তিকেই ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দেওয়া হয়েছে।

শহর কলকাতাতেও বাড়ছে করোনা সংক্রমণ| সেখানেও তাই লকডাউন মানার বিষয়ে কড়াকড়ি চলছে। মঙ্গলবার মোট ৮৩৩ জনকে বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৫২ জনকে গ্রেফতার করা হয়েছে লকডাউন লঙ্ঘনের দায়ে এবং ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক না পরার দায়ে। রাস্তায় থুথু ফেলার অভিযোগে গ্রেফতার ২৯ জন।

কলকাতার মানিকতলা এলাকার কনটেনমেন্ট জোনে নিয়ম না মেনে ঢোকার চেষ্টা করায় ১ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

.