This Article is From Mar 16, 2020

করোনার প্রভাব, ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা রাজ্যের

রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বন্ধ রাখার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়াল রাজ্য সরকার

করোনার প্রভাব, ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা রাজ্যের

রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বন্ধ রাখার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়াল রাজ্য সরকার

কলকাতা:

করোনা ভাইরাসের (Coronavirus) ছড়িয়ে পড়া রুখতে ২০০ কোটি টাকার তহবিল তৈরি করবে রাজ্য, সোমবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পাশাপাশি রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বন্ধ রাখার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়াল রাজ্য সরকার। মার্চের ৩১ পর্যন্ত রাজ্যের সিনেমা হলগুলি বন্ধ রাখতেও বলা হয়েছে। তিনি বলেন, “রাজ্যে ৩.২৫ লক্ষ মানুষের পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে ৫,৫৯০ জনের ওপর নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে কোনও করোনা ভাইরাস পজিটিভি পাওয়া যায়নি”। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই ভাইরাসের মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করছি”।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রোধে সতর্ক শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন জায়গায় সাময়িক সময়ের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই মতো রবীন্দ্র স্মৃতিধন্য শিক্ষা প্রতিষ্ঠানটিও আপাতভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পঠনপাঠন বন্ধ রাখার ঘোষণা করেছে তাঁরা। পাশাপাশি বিদেশি ছাত্র-ছাত্রী ছাড়া বাকি সব পড়ুয়াদের (West Bengal) হস্টেল খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শঙ্কর মজুমদার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, "ভারত সরকারের বিভিন্ন সংস্থার করোনা সতর্কতার নির্দেশের সঙ্গে মিল রেখে, করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রমণ এড়াতে বিশ্বভারতীর অধীনে থাকা (পাঠ ভবনের হস্টেল সহ) সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হস্টেল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে"।

করোনা আতঙ্কে ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস বাতিল বিশ্বভারতীতে, হস্টেল খালি করার নির্দেশ

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  সকলকে সাবধানতা অবলম্বনের জন্য বড় জমায়েতে হাজির না হতে আর্জি জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত।

তাঁর কথায়, বলেন, ‘‘কাশতে শুরু করলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভাববেন না। যে কোনও ফ্লুয়ের ক্ষেত্রে এটা সাধারণ উপসর্গ। কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এবং যদি আপনার উচ্চ তাপমাত্রা থাকে দীর্ঘ সময় ধরে তাহলে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করান।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.