This Article is From May 28, 2020

একদিনে কলকাতায় আক্রান্ত ৫৭, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে সবচেয়ে বেশি

এ রাজ্যে এখনও পর্যন্ত মোট ১,৭৫,৭৬৯ জনের শারিরীক পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ২.৫৮ শতাংশের করোনা পজিটিভ

একদিনে কলকাতায় আক্রান্ত ৫৭, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে সবচেয়ে বেশি

এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২২৩ জন। (প্রতীকি ছবি)

কলকাতা:

কলকাতায় একদিনে করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৮৭ বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে একদিনে মোট আক্রান্তের সংখ্যা ৩৪৪। ফলে এ রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৫৭৩ জন। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২২৩ জন। রাজ্যে সরকার জানিয়েছে, ২৪ ঘণ্টায় মোট ৯২৫৬ জনের শারিরীক পরীক্ষা করা হয়েছে, ফলে এ রাজ্যে এখনও পর্যন্ত মোট ১,৭৫,৭৬৯ জনের শারিরীক পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ২.৫৮ শতাংশের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। ২৪ ঘণ্টায় হাওড়ায় করোনা আক্রান্ত ৫৫ জন, উত্কর ২৪ পরগনায় ৪৯, উত্তর দিনাজপুরে ৪৬, বলে জানা গিয়েছে সরকারি তথ্যে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে করোনা ভাইরাসের মোকাবিলা প্রসঙ্গে হওয়া কথোপকথন হয়। মুখ্যমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন যদি মনে করে থাকেন রাজ্য সরকার রাজ্যে করোনা মোকাবিলায় ব্যর্থ, তাহলে নিজেই বিষয়টির দায়িত্ব নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। পাশাপাশি পরিযায়ীদের ট্রেন নিয়ে রেলমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ ঘণ্টায় ২৮টি ট্রেন রাজ্যে ঢুকছে যেগুলি মহারাষ্ট্র থেকে আসবে। বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি অমিত শাহকে বলেছি, আপনারা ক্রমাগত কেন্দ্রীয় দল পাঠাচ্ছেন বাংলায়। সে করুন। কিন্তু যদি আপনি মনে করে থাকেন, পশ্চিমবঙ্গ সরকার কাজটা করতে পারছে না তাহলে আপনি নিজেই কেন আপনার কাঁধে দায়িত্বটা তুলে নিচ্ছেন না? আমার কোনও সমস্যা নেই।''

.