চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের আরও একবার ধন্যবাদ গুগলের
বিশ্বের ত্রাস কোভিড -১৯ (Coronavirus)। জাতি-ধর্ম-বর্ণ ভুলে মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মানুষ এগিয়ে এসেছে একে অপরকে সাহায্য করতে। কারা যুদ্ধে নেমেছেন কোভিড-১৯-এর বিরুদ্ধে? গুগল পরিচয় করাচ্ছে সেই সমস্ত সৈনিকদের সঙ্গে। তাদের ডুডলের (Doodle) মাধ্যমে। একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তাঁদের লড়াইকে। গুগল (Google) ধন্যবাদ জানাতে বানিয়েছে সিরিজ। সেখানে তারা এর আগে সামনে এনেছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের। যাঁরা নীরবে নিরলস পরিশ্রম করেছেন রাতদিন।
কীভাবে সেকেন্ডে কাটবেন তরমুজ? দেখে নিন এই ভিডিওয়
গুগল ইন্ডিয়া টুইটে জানিয়েছে, "সমস্ত সৈনিকদের ধন্যবাদ জানার সবচেয়ে ভালো উপায় ঘরে বসে থাকা। এক অন্ধকার যুগ আমরা পেরিয়ে যাব।"
১৮ এপ্রিলের ডুডলে খাদ্য পরিষেবা, কৃষিকাজ, মুদিখানা এবং গবেষকদের কথা তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই সিরিজ চলবে বলে জানিয়েছে গুগল।
গুগল ডুডলে হৃদয়ের লাবডুব, ইমোজিতে ভালোবাসা চিকিৎসক, নার্সদের
গুগল লিখেছে, "কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। আমরা তাই যাঁরা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদের নতুন রে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি।" এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাঁদের সম্মান জানাবে।
Coronavirus: দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৭৬ জন, মৃত ৩
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ দেখা গিয়েছে ১,০৭৬ জনের শরীরে। এর ফলে দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৮৩৫। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্য জানাচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৭০০-এরও বেশি মানুষ।
Click for more
trending news