পুলিশ মনে করছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছিলেন। (প্রতীকী)
হাইলাইটস
- কোয়ারান্টাইনে থাকা অবস্থায় উত্তরপ্রদেশের এক ব্যক্তির মৃত্যু হয় বুধবার
- মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছিলেন
- তাঁর নমুনা পরীক্ষার ফল থেকে জানা যাচ্ছে তিনি করোনা নেগেটিভ
Muzaffarnagar: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কোয়ারান্টাইনে (Quarantine) থাকা এক ব্যক্তি মারা যান গত বুধবার। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছিলেন। শুক্রবার তাঁর নমুনা পরীক্ষার ফলাফল থেকে জানা গেল তাঁর শরীরে করোনা (Coronavirus) সংক্রমণ নেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। গত বুধবার তিনি আত্মহত্যা করেছিলেন। তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। শুক্রবার সেই ফলাফল থেকে জানা গেল তিনি করোনা নেগেটিভ।
লকডাউনে পুলিশের উপরে হামলায় জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার
৪০ বছর বয়সি ওই ব্যক্তিকে মঙ্গলবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল বলে শামলি জেলার জেলাশাসক জসজিৎ কৌর জানিয়েছেন।
বুধবার তাঁর নমুনা মীরাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। সেই ফলাফল নেগেটিভ এসেছে বলে মুখ্য মেডিক্যাল আধিকারিক সঞ্জয় ভাটনগর জানিয়েছেন।
করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিল মেমারির ক্লাব
বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছিলেন বলে মনে করছে পুলিশ। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছিলেন তা এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।