Covid-19: রোগীরা ধুঁকতে থাকেন হাসপাতালের গেটের বাইরে থাকা ফুটপাতে
হাইলাইটস
- হাসপাতালের বাইরে সারি দিয়ে অপেক্ষায় করোনা আক্রান্তরা
- উত্তরপ্রদেশের এটাওয়াতে ঘটল এই অমানবিক ঘটনা
- একসঙ্গে অত জন রোগীকে হাসপাতালে ভর্তি করা নিয়ে বাঁধে ঝামেলা
এটাওয়া: দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। সব সরকারি হাসপাতালেই বেডের সংখ্যা সীমিত, এদিক দ্রুতগতিতে বাড়ছে রোগীর সংখ্যা, তাই হাসপাতালগুলোতে এখন ঠাঁই নাই, ঠাঁই নাই রব। দেশের অন্যান্য রাজ্যের মতো একই চিত্র দেখা গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়াতেও। বৃহস্পতিবার সকালে ৬৯ জন করোনা আক্রান্ত রোগীকে ভর্তির অপেক্ষায় হা-পিত্যেশ করে অপেক্ষা করতে হল এটাওয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে। জানা গেছে, ওই রোগীদের ভর্তি করার জন্যে আগ্রা থেকে একটি বাসে করে সাইফাইয়ের (Saifai) ওই সরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বাসটি হাসপাতালের সামনে পৌঁছতেই ঘটে ঝামেলা। ওই রোগীদের ভর্তি সংক্রান্ত বিষয় (Covid-19 Updates) নিয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে গণ্ডগোল বাঁধে। আর বেচারা রোগীরা ধুঁকতে থাকেন হাসপাতালের গেটের বাইরে থাকা ফুটপাতে, কেননা তাঁদের সেখানেই অপেক্ষা করতে বলা হয়।
এই অমানবিক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। একটি মোবাইল ভিডিওতে দেখা যাচ্ছে, করোনা রোগীরা ওই হাসপাতালের গেটের বাইরে অপেক্ষা করছেন। হাসপাতালের গেট বন্ধ রয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই ফুটপাতের কাছে দুই পুলিশ কর্মী গিয়ে রোগীদের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখার নির্দেশ দিচ্ছেন।
হটস্পট নয় এমন এলাকায় খোলা যাবে কিছু দোকান, জানালো স্বরাষ্ট্রমন্ত্রক
ভিডিওটিতে দেখা যায়. এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা চন্দ্রপাল সিং হাসপাতালে পৌঁছে রীতিমতো ঘোষণার ভঙ্গিতে বলতে শুরু করেন, "আপনারা এখানেই অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের দল আসবে। তারপর আপনাদের একটি তালিকা তৈরি করে আপনাদের ভিতরে নিয়ে যাবেন। যা হয়ে গেছে, তা হয়ে গেছে, এখন নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আর এদিক ওদিক ঘুরে বেড়াবেন না"।
রাজ্যে করোনা চিকিৎসার হালচালে উদ্বিগ্ন কেন্দ্রীয় দল, মুখ্যসচিবকে দেওয়া হল চিঠি
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য ডঃ রাজকুমার বলেন, "ঠিক কার অবহেলা বা ত্রুটির জন্যে এই ঘটনা ঘটেছে তা আমি বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি বুধবার যে ওই হাসপাতালে অতজন রোগী একসঙ্গে ভর্তি হতে আসছেন সেই সম্পর্কে আগাম কোনও খবরই ছিল না। সাধারণত এত সংখ্যক রোগী একসঙ্গে কোথাও পাঠানো হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের আগে থেকে একটি রোগী তালিকা তৈরি করতে হয় যাতে তাঁদের নাম-ধাম সহ বিস্তারিত বিবরণ থাকে। এক্ষেত্রে ভর্তির আগে ওই রোগীদের সম্বন্ধে পর্যাপ্ত তথ্যের অভাব ছিল। তাই ওই সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে সাইফাই হাসপাতালের কর্মীদের দোষ দেওয়া যায় না"।
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details