খুব দ্রুত খুলবে উত্তরাখণ্ডের চারধাম মন্দির। তবে প্রবেশ নিষেধ তীর্থযাত্রীদের। (ফাইল ছবি)
হাইলাইটস
- রবিবার খুলছে চারধাম! আপাতত খুলবে গঙ্গোত্রী ও যমুনোত্রী
- ২৯ এপ্রিল খুলবে কেদারনাথ আর ১৫ মে খুলবে বদ্রিনাথ মন্দির
- তবে, এখনই দেওয়া হবে না তীর্থযাত্রায় অনুমতি
দেরাদুন: রবিবার খুলতে চলেছে উত্তরাখণ্ডের চারধাম (Chardham Temple in Uttarakhand)। তবে তীর্থযাত্রীদের সাময়িক প্রবেশ নিষেধ। শনিবার এই তথ্য দিয়েছে রাজ্যের একটি সূত্র। ঠাণ্ডার সময় প্রায় ৬ মাস বন্ধ রাখা হয় এই যাত্রা। প্রতিবছর নির্ঘণ্ট মেনে এপ্রিলেই খোলা হয় দরজা। এবছরও সে প্রথার অন্যথা হল না। কিন্তু লকডাউন ও সংক্রমণ (Lockdown) শঙ্কায় তীর্থযাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে ৪ মন্দিরের দরজা খোলার এই অনুষ্ঠান দেখতে প্রতিবছর প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়। এই চারধামের অন্যতম হল গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রিনাথ। সূত্রের খবর, চারধামের মধ্যে দুটি ধাম অর্থাৎ গঙ্গোত্রী আর যমুনোত্রীর দরজা ২৬ এপ্রিল অর্থাৎ রবিবার খুলবে। কেদারনাথের (Kedarnath and Badrinath) দরজা খুলবে ২৯ এপ্রিল। আর বদ্রিনাথ দরজা খুলবে ১৫ মে।
হটস্পট নয় এমন এলাকায় খোলা যাবে কিছু দোকান, জানালো স্বরাষ্ট্রমন্ত্রক
উত্তরাখণ্ডের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী সৎপাল মহারাজ বলেছেন, "স্বাস্থ্য বিধি মেনে আমরা এখনই কোনও তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেবো না। শুধু মাত্র বাছাই করা কয়েকজন পুরোহিত এই অনুষ্ঠানের পুজো করবেন। আর মন্দির কমিটির কয়েকজন উপস্থিত থাকবেন।" পিটিআইয়ের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কবে থেকে তীর্থযাত্রা শুরু করা হবে? মন্ত্রীর জবাব, "আমরা স্বাস্থ্য মন্ত্রক ও কেন্দ্রের সঙ্গে কথা বলে, তাদের স্বাস্থ্যবিধি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবো।"
রাজ্যে করোনা চিকিৎসার হালচালে উদ্বিগ্ন কেন্দ্রীয় দল, মুখ্যসচিবকে দেওয়া হল চিঠি
তাঁর দাবি, "আমাদের এখন প্রাধান্য ধর্মীয় বিশ্বাসকে অগ্রাধিকার দিয়ে আগে মন্দিরের দরজা খোলা। বাকি সিদ্ধান্ত কেন্দ্রের পরামর্শ মেনেই নেওয়া হবে।" সংক্রমণ, লকডাউনের জন্য ভাঁটা পড়তে পারে তীর্থযাত্রায়! সেক্ষেত্রে আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল কী? এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, "আমরা আলোচনায় বসব, কীভাবে সংক্রমণের কারণে তীর্থযাত্রার ওপর পড়া প্রভাব দূর করতে পারি।" মন্ত্রী জানিয়েছেন, তাঁদের কাছে নানা ধরনের বিকল্প আছে। আগে এই বিপর্যয়ের মেঘ কাটুক, তারপর সবপক্ষ বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)