নয়াদিল্লি: ২ জুলাই দেশের ১২টি প্রতিষ্ঠানের কাছে চিঠি গিয়েছিল ৭ জুলাই থেকে শুরু করতে হবে হিউম্যান ট্রায়াল (NDTV on Covaccine Trial)। কিন্তু সেই ট্রায়াল এখনও শুরু হয়নি। দশটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। তাদের থেকে এমন তথ্যই পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, ঢাকঢোল পিটিয়ে তাহলে ট্রায়াল শুরুর দিন ঘোষণা কেন? সূত্রের খবর, কোনও প্রতিষ্ঠান এথিক্স কমিটির (Ethics Committee) অনুমোদন পায়নি। কোথাও আবার টীকা এসে পৌঁছয়নি। যদিও, আইসিএমআর-এর তরফে বলা হয়েছিল ৭ জুলাইয়ের ডেডলাইন মিস হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংক্রমণের বিচারে ভারত বিশ্বে তিন নম্বর। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২২,৭৫২ জন। মৃত ৪৮২ জন। বুধবার পর্যন্ত মোট সংক্রমিত ৭,৪২,৪১৭ জন, মৃত ২০,৬৪২।
এদিকে, দেশে মোট সুস্থ ৪,৫৬, ৮৩১। সুস্থতার হার ৬১.৫৩%। সক্রিয় সংক্রমণের হার ৮.৬৬%। অর্থাৎ দিনপ্রতি নমুনা সংক্রমণের ওপর ৮.৬৬% মানুষ সংক্রমিত।
ভিডিও: রভীশ কুমার প্রাইম টাইম: ১৫ অগাস্টের মধ্যে কী ভারতে তৈরি হবে করোনা টীকা?