This Article is From Jul 31, 2020

পশ্চিমবঙ্গে করোনার নয়া রেকর্ড! একদিনে ২,৪৯৬ সংক্রমণ, ৪৫ জনের মৃত্যু

গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। যার ফলে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১,৫৮১।

Advertisement
অল ইন্ডিয়া

রাজ্যে নয়া রেকর্ড করোনার! ২৪ ঘণ্টায় নতুন করে ২,৪৯৬ টি নতুন সংক্রমণ ঘটায় রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৭০,০০০ অতিক্রম করেছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭০,১৮৮-তে! এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়ে ২০,২৩৩-এ দাঁড়িয়েছে। এর মধ্যে স্রেফ রাজধানী কলকাতাতেই ৬৭০ টি নতুন সংক্রমণের খবর মিলেছে। কলকাতায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যুও ঘটেছে। উত্তর ২৪ পরগনার ৬৪৪ টি সংক্রমণ এবং ১৩ জনের মৃত্যু ঘটেছে

গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। যার ফলে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১,৫৮১। স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে এখনও অবধি ২,১১৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার হার বেড়ে হয়েছে ৬৮.৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমপক্ষে ১৯,০০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

Advertisement
Advertisement