This Article is From Apr 10, 2020

চিন থেকে সড়কপথে মণিপুরে প্রবেশ করে গ্রেফতার তরুণী

মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা ওই তরুণী গত ২৮ ফেব্রুয়ারি চিন‌ থেকে যাত্রা শুরু করেন। ৬ এপ্রিল চিনি মায়ানমার হয়ে মণিপুরে এসে পৌঁছন।

চিন থেকে সড়কপথে মণিপুরে প্রবেশ করে গ্রেফতার তরুণী

Coronavirus: তবে ওই তরুণীর শরীরে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ মেলেনি বলে জানা গিয়েছে।

হাইলাইটস

  • চিন‌ থেকে মণিপুরে পৌঁছে গ্রেফতার তরুণী
  • তাঁর পরিবারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে
  • ওই তরুণী ও তাঁর পরিবারকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রাখা হয়েছে
গুয়াহাটি:

২৩ বছরের এক তরুণী, যিনি চিন (China) থেকে দেশে ঢোকার চেষ্টা করছিলেন মায়ানমার হয়ে তিনি গ্রেফতার হয়েছেন বলে মণিপুরের (Manipur) রাজধানী ইম্ফলের পুলিশ সূত্র জানিয়েছে। তবে তাঁর শরীরে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ মেলেনি বলে জানা গিয়েছে। ওই তরুণীর পাশাপাশি অভিযোগ আনা হয়েছে তাঁর পরিবারের সদস্যদের প্রতিও। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁকে মণিপুরে ঢুকতে সাহায্য করার। ইম্ফল থেকে ৬৩ কিমি দূরে অবস্থিত চূড়াচাঁদপুরের বাসিন্দা ওই তরুণী গত ২৮ ফেব্রুয়ারি চিন‌ থেকে যাত্রা শুরু করেন। ৬ এপ্রিল চিনি মায়ানমার হয়ে মণিপুরে এসে পৌঁছন।

ভারতে ক্লাস্টার সংক্রমণ! ভুল মেনে স্টেজ-থ্রি নিয়ে করা দাবি পাল্টালো হু

তিনি সেখানকার আন্তর্জাতিক চেক পোস্ট হয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু লকডাউনের কারণে চেক পোস্ট বন্ধ থাকায় তিনি চূড়াচাঁদপুর জেলা দিয়ে মণিপুরে প্রবেশের চেষ্টা করেন বলে পুলিশ সূত্র জানাচ্ছে।

পুলিশ জানিয়েছে কীভাবে ওই মহিলা চিন থেকে সড়কপথে মায়ানমার হয়ে মণিপুরে পৌঁছলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিজামুদ্দিনে যাওয়া প্রাক্তন কংগ্রেস নেতা সপরিবারে আক্রান্ত করোনা ভাইরাসে

ওই তরুণী ও তাঁর পরিবারকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

গত মাসেই মণিপুর সরকার মায়ানমারের সঙ্গে রাজ্যের সমস্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছিল এবং আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাফেরাও বন্ধ করে দেওয়া হয়। 

.