সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাইরে বেরোলে মাস্ক (Mask) পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার (ছবি প্রতীকি)
কলকাতা: করোনা ভাইরাসের (Coronavirus) ছড়িয়ে পড়া রুখতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে রাজ্য সরকার। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাইরে বেরোলে মাস্ক (Mask) পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের এক আধিকারিক। রবিবার রাতে এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেন মুখ্য সচিব রাজীব সিনহা। তাঁর স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছে, “মুখ ও নাক ঢেকে রাখা বাধ্যতামূলক, কোনও কাপড়, ওড়না, গামছা, রুমাল জাতীয় যে কোনও কিছুকে ভালভাবে ভাঁজ করে মাস্ক হিসেবে বা মুখ ঢেকে বাইরে বেরোতে হবে”। সেখানে আরও বলা হয়েছে, “বাইরে বেরোলে এই সাবধানতা অবলম্বন করা বাধ্যতামূলক”।
এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭, আক্রান্তের সংখ্যা ৯৫।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)