This Article is From Feb 02, 2019

পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত যুক্ত ফলের দাম প্রায় ৩৬ হাজার টাকা! কেমন এর স্বাদ?

যারা খেয়েছেন সকলেই বলেছেন, খেতে গিয়ে তাঁদের মনে হয়েছে নোংরা নালির গন্ধ পাচ্ছেন, অনেকের আবার দুর্গন্ধযুক্ত মোজার কথাও মনে পড়েছে।

পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত যুক্ত ফলের দাম প্রায় ৩৬ হাজার টাকা! কেমন এর স্বাদ?

নোংরা নালা বা দুর্গন্ধযুক্ত মোজার মতো গন্ধ এই ফলের

ইন্দোনেশিয়া:

ফল আপনি সর্বোচ্চ কত দামে কিনতে রাজি? ৫০০? তাও নিশ্চয় কেজি খানেক তো বটেই! যদি দেখেন একটা মাত্র ফলের দাম পড়ছে প্রায় হাজার ছত্রিশ টাকা? অবাক হলেও সত্যিই পৃথিবীতে এমন ফল পাওয়া যায় যার একটা ফলের দামই ৩৬০০০টাকা। আরও মজার বিষয় হল, এটিই পৃথিবীর সবথেকে দুর্গন্ধযুক্ত ফল। ডুরিয়ান ফল (Durian Fruit) ইন্দোনেশিয়ার বিখ্যাত একটি ফল, এটি ৫০০ ডলার (৩৫,৭৩০) টাকায় বিক্রি হয়। এমনই অন্নপ্রাশনের ভাত তুলে আনা দুর্গন্ধ এই ফলে যে, যেসব দোকানে এটি বিক্রি হয়, সেখানে আলাদা শিশি বা বাক্সে স্যাটিনের কাপরে মুড়ে এটি রাখা হয়। অনেকেই কেনেন, অনেকেই আবার ফলের সঙ্গে সেলফি তুলেই সখ মেটান।

বন্ধুকে খুন করে রক্ত পান! এক দশক পরে সেই আততায়ীই ধরা পড়ল ভুয়ো ডাক্তার হয়ে

সমগ্র দক্ষিণ এশিয়াতে এই ফলটিকে ‘কিং অফ ফ্রুটস' বা ফলের রাজার নামেই ডাকা হয়। এই ফলের মধ্যে ক্রিম রয়েছে একধরণের, সেই কারণেই মানুষ এটি বিশেষ পছন্দ করেন। তবে যারা খেয়েছেন সকলেই বলেছেন, খেতে গিয়ে তাঁদের মনে হয়েছে নোংরা নালির গন্ধ পাচ্ছেন, অনেকের আবার দুর্গন্ধযুক্ত মোজার কথাও মনে পড়েছে।

জে-কুইন ব্র্যান্ডের এই ফলের গুণগত মান ভালো বলে মনে করা হয়, সেকারণেই এমন অস্বাভাবিক দামে বিক্রি হয় ফলটি (Durian Fruit)।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Video Resep Mudah Murah (@kreasi_bento) on

যে সুপারমার্কেটে এই ফল পাওয়া যাচ্ছে সেখানকার ব্যবস্থাপক জানিয়েছেন, যারা যারা এই ফল কিনেছেন তাঁরা সকলেই আমাদের অনুরোধ করেছেন তাঁদের নাম যেন গোপন রাখা হয়।

যতই পচা গন্ধ হোক না কেন, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে এই ফল বেশ জনপ্রিয়। অনেকেই এই ফলের ছবি এবং ভিডিও হামেশাই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

৭০ হাজার টাকায় আর কী কী হয় ঠিক? অনেকেই এই দুর্গন্ধওয়ালা ফলের সঙ্গে এখন সেই সব জিনিসের তুলনাতেই ব্যস্ত!

নেশার ঘোরে মরদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অপরাধে ৬ বছরের জেল হল এক যুবকের

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@masak.viral) on

.