এটি ইসরোর এ বছরের তৃতীয় উৎক্ষেপণ হতে চলেছে।
চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শ্রীহরিকোটা থেকে দু'টি আর্থ অবজারবেশন স্যাটেলাইটের উৎক্ষেপণ হতে চলেছে। জানা গিয়েছে শনিবার দুপুর 1.08 মিনিট থেকে 33 ঘণ্টার অপেক্ষা শুরু হয়েছে। আজ রাত 10.07 মিনিটে এখান থেকেই নোভা এসএআর এবং এস 1-4 স্যাটেলাইট দুটির উৎক্ষেপণ হবে। দু'টির স্মমিলিত ওজন 800 কিলোগ্রামেরও বেশি বলে ইসরোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এ ধরনের স্যাটেলাইটের সাহায্যে বন থেকে শুরু করে বন্যা এবং বিপর্যয়ের হালহকিকত জানা যায়। এটির নির্মাণ করেছে ইউকে-র (ISRO) সংস্থা সারি টেকনলজিস লিমিটেড।
এই মিশনটিকে রূপ দেওয়ার জন্য ইউকে-র (ISRO) সংস্থার সঙ্গে সমঝোতা করেছে ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশন।এটি ইসরোর এ বছরের তৃতীয় উৎক্ষেপণ হতে চলেছে। জানুয়ারি মাসে PSLV-C40-এর উৎক্ষেপণ হয়েছিল। আবার এপ্রিল মাসে উৎক্ষেপণ হয় PSLV-C41-এর।