This Article is From Mar 01, 2020

"প্রধানমন্ত্রীর অধীনে দেশের কার্যকরী প্রতিরক্ষা নীতি আছে," কলকাতায় বললেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের কার্যকরী প্রতিরক্ষা নীতি গৃহীত হয়েছে। বিদেশি ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে এই প্রতিরক্ষা নীতি।"

এনএসজি'র এক অনুষ্ঠানে কলকাতায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাইলাইটস

  • কলকাতার এনএসজি'র অনুষ্ঠানে রবিবার বক্তব্য রাখেন অমিত শাহ্
  • "প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে কার্যকরী প্রতিরক্ষা নীতি আছে"
  • "সার্জিকাল স্ট্রাইক গ্রুপে নাম তুলেছে ভারত," রবিবার বলেন অমিত শাহ
কলকাতা:

"যারা শান্তি বিঘ্নিত করে দেশে বিভেদের পরিবেশ তৈরি করছে, এনএসজি'র উচিত তাদের শিক্ষা দেওয়া। যদি ওরা তারপরেও তৎপর হয়, তাহলে এনএসজি (NSG) তাদের বিরুদ্ধে লড়ে পরাজিত করুক," কলকাতার এক অনুষ্ঠানে এমন কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ। এনএসজি'র ওই অনুষ্ঠানে রাজারহাটে (At Rajarhat) স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের কার্যকরী প্রতিরক্ষা নীতি গৃহীত হয়েছে। বিদেশি ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে এই প্রতিরক্ষা নীতি। ভারত ইউএস, ইজরায়েলের মতো ভারতও সার্জিকাল স্ট্রাইক রাষ্ট্রের তালিকায় ঢুকেছে।" এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সারা বিশ্বে শান্তি চাই। ভারতের ১০ হাজার বছরের পুরনো ইতিহাস জানে, আমরা কখনই কাউকে আক্রমণ করিনি। তবে আমাদের শান্তি কেউ বিঘ্নিত করলে, আমাদের সেনাকর্মীদের কেউ হত্যা করলে আমরা তাদের জবাব ফিরিয়ে দেবো। 

"অকর্মণ্য নাকি প্রশ্রয়দাতা?" দিল্লি হিংসায় পুলিশের ভূমিকায় সরব অমর্ত্য সেন

এদিন ব্যাপক প্রতিবাদের মধ্যে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ্। বিমানবন্দরের প্রবেশ পথের পাশাপাশি একাধিক জায়গায় চলেছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে কলকাতা এসে পুরভোটের প্রচার নিয়ে কী সুর বেঁধে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানতে মুখিয়ে রাজ্য বিজেপি। 

এদিকে, মাস ঘুরলেই সম্ভবত রাজ্যের ১০৭টি পুরসভায় নির্বাচন। অন্তত নবান্ন সূত্রে তেমনটাই ইঙ্গিত। যদিও পুর নির্ঘণ্ট নিয়ে চাপ বজায় রেখেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে রবিবার কলকাতায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্য কলকাতার শহিদ মিনারে করবেন জনসভা। বিস্তর টানাপোড়েনের পর এই সভার অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। এবার এদিনের সভা থেকে পুর ভোটের আগে কী বার্তা দিয়ে যান বিজেপির একদা সভাপতি, তা জানতে উৎসুক দলীয় কর্মী-সমর্থকরা। পুর নির্বাচনের গেরুয়া শিবিরের প্রচার অভিমুখ কী হবে? তারও একটা রূপরেখা তৈরি করে দিয়ে যেতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহিনবাগের প্রতিবাদীদের মিছিল! বাড়ানো হল পুলিশি নিরাপত্তা

পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক দলকে ঠুকে একটা গান বেঁধেছে বিজেপি। সেই গানকে প্রচারের সুর হিসেবে ব্যবহার করতে এদিন অমিত শাহ ঘোষণা করবেন। রাজনীতিবিদরা বলছেন, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই পুর নির্বাচন বিজেপির কাছে অ্যাসিড টেস্ট বা সেমিফাইনাল। তাই কলকাতা পুরনিগম এলাকায় দলের সাংগঠনিক দুর্বলতা মেনে নিয়েও গেরুয়া শিবির লড়াই দিতে প্রস্তুত। তাই 'আর নয় অন্যায়' এই গানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভাগুলোর বেহাল দশা ভোটারদের কাছে পৌঁছে দিতে কোমর বাঁধছেন দিলীপ ঘোষেরা। এমনটাই বিজেপির রাজ্য দফতর সূত্রে খবর। 

.