This Article is From Sep 15, 2018

ভারতের বর্তমান পরিস্থিতিকে 'সুপার এমার্জেন্সি' সময়ের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলেন, "সবদিক থেকেই ব্যর্থ হয়েছে বিজেপি। এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা আর ফিরতে পারবে না।" 

ভারতের বর্তমান পরিস্থিতিকে 'সুপার এমার্জেন্সি' সময়ের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

বর্তমানে দেশ সুপার এমার্জেন্সি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, "আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এটা ভেবে আমার খারাপ লাগছে যে আমাদের দেশ এখন 'সুপার এমার্জেন্সি' সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।" আরও বলেন, "এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ২০১৯ সালে শাসক বিরোধী দলগুলির এক জোট হওয়া উচিত।" 

 

গতকাল এক বাংলা সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ৩১ শতাংশ ভোট নিশ্চিত করেছে এবং জিতেছে ২৮৩টি আসন। কিন্তু, পরের বারেও এটার পুনরাবৃত্তি হতে পারে না। তিনি বলেন, "সবদিক থেকেই ব্যর্থ হয়েছে বিজেপি। এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা আর ফিরতে পারবে না।" 

তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস দেশে একতা দেখতে চায়। জঙ্গি হিন্দুত্বকে সমর্থন করে না। আগামী লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি করে তিনি বলেন, 2019 –এর লোকসভা নির্বাচন হবে মানুষের নির্বাচন। 

আরও পড়ুন: 2019-এর লোকসভা নির্বাচনে জিততে পারবে না বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

 

.