This Article is From Jul 08, 2019

দার্জিলিং-এ ধসে মৃত্যু দম্পতির

ঘটনার জেরে ঘুম এবং সুখিয়াপোখরির মধ্যে যান চলাচল ব্যাহত হয়।

Advertisement
Kolkata

ধংসস্তুপ সরিয়ে ফেলে রাস্তা পরিস্কারের কাজ চলছে দ্রুত গতিতে।(ফাইল ছবি)

দার্জিলিং:

দার্জিলিং-এ ধসে মধ্যবয়স্ক এক দম্পতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পাওয়া যাচ্ছে, সোমবার ভোররাত ২.৩০ নাগাদ ধস নামে। দার্জিলিং-এর সুখিয়াপোখরির পাবাং এলাকায় থাকতেন ওই দম্পতি। ধসের ফলে তাঁদের ইটের বাড়ি ভেঙে পড়ে। কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরেই এই ধস বলে জানা গিয়েছে। দার্জিলিং সদর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধংসস্তুপের ভিতর থেকে ৬০ বছরের কুমার লোপচান এবং তাঁর স্ত্রী বালকুমারী লোপচানের দেহ উদ্ধার হয়। দম্পতিকে উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠায় দমকল এবং পুলিশ বাহিনী। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বঙ্গোপসাগরে ট্রলার উলটে নিখোঁজ জেলেদের ৬ জন উদ্ধার! এখনও খোঁজ মেলেনি ২৫ জনের

ঘটনার জেরে ঘুম এবং সুখিয়াপোখরির মধ্যে যান চলাচল ব্যাহত হয়। ধংসস্তুপ সরিয়ে ফেলে রাস্তা পরিস্কারের কাজ চলছে দ্রুত গতিতে। সন্ধ্যে ৬টার মধ্যেই ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে প্রশাসন আশাবাদী, এমনটাই জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক।তিনি জানান. ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন অনিত থাপা।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement