করোনা মহামারীর জেরে এবার পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET। (ছবি প্রতীকী)
হাইলাইটস
- স্থগিত মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET
- শুক্রবার জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
- লকডাউন পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত
নয়া দিল্লি: করোনা মহামারীর জেরে এবার পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD Ministry) শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে। দেশব্যাপী চলা ২১ দিনের লকডাউন (Lockdown) পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত। এদিন জানিয়েছে ওই মন্ত্রক। ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই National Eligibility cum Entrance Test (NEET)। এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন সফল পড়ুয়ারা। জানা গিয়েছে, এখনও গোটা দেশে পর্ষদ অনুমোদিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলো, সূচি মেনে সম্পন্ন করা যায়নি। সেই প্রক্রিয়া কবে শেষ হবে, স্পষ্ট ধারণা নেই পর্ষদের কাছেও। এই মুহূর্তে সেই পর্ষদ অনুমোদিত পরীক্ষা ও এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার জোড়া চাপ, পড়ুয়াদের না দিতেই খানিকটা এই সিদ্ধান্ত বলে খবর।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৫০ লাখ অনুদান সচিন তেন্ডুলকরের
NEET পরীক্ষার জন্য এক রাজ্য থেকে ভিন রাজ্যে যাতায়াত করতে হয় পড়ুয়া ও অভিভাবকদের। এই মুহূর্তে সেই পরিস্থিতি এড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই সব দিক বিচার করেই এই সিদ্ধান্ত। শুক্রবার জানিয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এই প্রসঙ্গে মন্ত্রকের পরীক্ষা নিয়ামক পর্ষদের এক কর্তা দাবি করেছেন, এই মুহূর্তে পড়ুয়া ও অভিভাবক, দু'জনের পক্ষেই ভিন রাজ্যে যাতায়াত ঝুঁকিপূর্ণ। তাই ৩ মে'র নির্ধারিত সূচি আমরা স্থগিত রাখলাম। তিনি আশা প্রকাশ করে বলেছেন, "খুব দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন হবে। তখন আমরা সবপক্ষ বসে নতুন সুচি নিয়ে আলোচনা করব। আপাতত কেন্দ্রের সব মন্ত্রক ও তার নিয়ন্ত্রনাধীন পরীক্ষা নিয়ামক পর্ষদ পরিস্থিতির ওপর নজর রেখেছে। তারাও প্রয়োজনে নির্ধারিত পরীক্ষার সূচিতে বদল আনবে। তবে আমরা মে'র শেষ সপ্তাহে এই পরীক্ষা আয়োজিত করা যায় কিনা, সেটাই ভাবছি।"
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)