This Article is From Jul 24, 2020

করোনা সংক্রমণে মৃত কলকাতা পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর

এযাবৎকাল কলকাতা পুলিশের তিন কর্মী সংক্রমণের জেরে মৃত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই বলেছেন, "গোটা রাজ্যে অন্তত ৫০০ পুলিশকর্মী সংক্রমিত।"

করোনা সংক্রমণে মৃত কলকাতা পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর

ফাইল ছবি।

কলকাতা:

করোনা সংক্রমণের জেরে রাজ্যে ফের মৃত এক করোনা যোদ্ধা (Covid-19 in Bengal)। কলকাতা (Kolkata Police traffic inspector) পুলিশের ট্রাফিক গার্ডের ইনস্পেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায় শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত। তিনি ট্রাফিক গার্ডের ইকুইপমেন্ট সেলে কর্মরত ছিলেন। গত সপ্তাহেই তাঁর সংক্রমণ ধরা পড়েছিল। সহকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করে কলকাতা পুলিশ তাঁর টুইটে লিখেছে, "ইনস্পেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। উনি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। করোনা সংক্রমিত হয়ে গত সপ্তাহ থেকে চিকিৎসাধীন ছিলেন। করোনা সংকটকালে যোদ্ধা হিসেবে সামনে থেকে বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। বিমা বাবদ দশ লক্ষ টাকা ওর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।"

এই পুলিশ ইনস্পেক্টরের সহকর্মী তথা বন্ধু শান্তনু মুখোপাধ্যায় বলেছেন, "গত কয়েকমাস ধরে যথেষ্ট কর্তব্যপরায়ণ ছিলেন অভিজ্ঞান। বাহিনীর মধ্যে হাসিখুশি চরিত্রের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিলেন অভিজ্ঞান। ওর অনুপস্থিতি আমরা অনুভব করবো।" টুইট করে শ্রদ্ধা জানান নগরপাল অনুজ শর্মাও। 

এযাবৎকাল কলকাতা পুলিশের তিন কর্মী সংক্রমণের জেরে মৃত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই বলেছেন, "গোটা রাজ্যে অন্তত ৫০০ পুলিশকর্মী সংক্রমিত।"

.