தமிழில் படிக்க Read in English
This Article is From Jun 12, 2020

দেশে তিন লক্ষ ছাড়াল করোনাভাইরাস সংক্রমণ

মাথা পিছু আয় সঙ্কোচন হবে ২০%। প্রায় ১.১২ বিলিয়ন মানুষ দারিদ্রসীমার নীচে যাবে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from Agencies)

দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ।

তিন লক্ষ ছাড়াল দেশের করোনা সংক্রমণ (Covid-19 in India)। একদিনে প্রায় ২৯০৩ জনের সংক্রমণের খবর মিলেছে। সেই সংখ্যা ধরে দেশে মোট সংক্রমিত ৩,০৪, ০১৯। রাজ্যভিত্তিক হিসেবে মহারাষ্ট্রে (Maharasta) সংক্রমিত ১,০১, ১৪১ জন। এর পরেই তামিলনাড়ুতে সংক্রমিত চল্লিশ হাজারের বেশি। সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ ভারত (4th Country)। মোট মৃত ৮৪৯৮। একদিনে সর্বোচ্চ মৃত ৩৯৬ জন।

দেখে নিন দশটি তথ্য:

  1. দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ সংখ্যা। আনলক ১.০ পর্বে এই বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। এদিন সংক্রমণ তিন লক্ষ পেরিয়েছে 

  2. দেশে সুস্থ হয়ে ওঠার হার এখন ৪৯.৪৭%। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছে এক লক্ষ ৪৭ হাজারের বেশি মানুষ

  3. একদিনে মহারাষ্ট্রে সংক্রমিত ৩৭১৭। মৃত ১২৭। সংক্রমিতের সংখ্যা ধরলে সে রাজ্যের মোট সংক্রমিত এক লক্ষ পেরল। মৃত ২০৪৪ জন

  4. এদিকে রেমডেসিভির ড্রাগের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে মহারাষ্ট্র। এই সংক্রমণ থেকে আরোগ্য লাভে এই ড্রাগ অনেকটা কার্যযকরী। এমনটাই দাবি চিকিৎসকদেের

  5.  দিল্লির অবস্থা আরও শোচনীয়। জুলাইয়ের শেষে সংক্রমিতের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। এমনটাই আশঙ্কা রাজ্যর আপ সরকারের 

  6. Advertisement
  7. দিল্লি সরকার বলেছে; তারা লকডাউন বাড়াবে না

  8. এই সংক্রমণের জেরে বিশ্বব্যাপী প্রায় ৩৯৫ মিলিয়ন মানুষ অর্থসংকটের মুখে পড়বে। বাড়বে আর্থিক মন্দার ও বেকারত্ব। সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই দাবি।

  9. মাথা পিছু আয় সঙ্কোচন হবে ২০%। প্রায় ১.১২ বিলিয়ন মানুষ দারিদ্রসীমার নীচে যাবে।

  10. দেশের আর্থিক হাল ও দরিদ্রদের অবস্থা ফেরাতে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ককে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট 

  11. এই পরিস্থিতিতে গ্রাহক মুদ্রা সূচক প্রকাশ করেনি কেন্দ্র। অপর্যাপ্ত তথ্যের অভাবে অর্থবর্ষের প্রথম দু'মাসের সূচক প্রকাশ স্থগিত রাখা হয়েছে।

Advertisement