This Article is From Apr 20, 2020

রাজ্যে মোট সংক্রমিত ২৭৬! ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪ জন

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে উল্লেখ ৩১০ জন সংক্রমণ রাজ্যে

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে উল্লেখ ৩১০ জন সংক্রমণ রাজ্যে (প্রতীকি ছবি)

Highlights

  • রাজ্যে নতুন সংক্রমণ ২৪। মোট সংক্রমিত ২৭৬ জন
  • মেডিক্যাল বুলেটিনে জানাল স্বাস্থ্য দফতর। বাড়েনি মৃতের সংখ্যা
  • যদিও রাজ্য ও কেন্দ্রের সংক্রমণ পরিসংখ্যানে গলদ আছে বলে সূত্রের খবর
কলকাতা:

আরও অন্তত ২৪ জন রাজ্যে সংক্রমিত (Covid-19 in Bengal)। রবিবার জানালেন স্বাস্থ্য দফতরের এক কর্তা। তবে নতুন করে মৃত্যুর খবর নেই। সংক্রমণের জেরে রাজ্যে মোট মৃত ১২। এদিন জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সুত্রে। রবিবার পর্যন্ত ১৯৮টি সক্রিয় সংক্রমণ। ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মেডিক্যাল বুলেটিনে (Medical Bulleitin) এই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। সেই বুলেটিনে বলা, গত ২৪ ঘণ্টায় ৪১৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে। রাজ্যে মোট ২৭৬ জন সংক্রমিত। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে উল্লেখ ৩১০ জন সংক্রমণ রাজ্যে। 

Advertisement