This Article is From Jul 24, 2020

ভারতে করোনা সংক্রমণ পেরলো ১৩ লক্ষ, দেখুন ১০ তথ্যে

বিশ্বব্যাপী ১.৫৪ কোটি মানুষ সংক্রমিত। মৃত ৬.৩২ লক্ষ। সংক্রমণের বিচারে এক নম্বরে ইউএস

ভারতে করোনা সংক্রমণ পেরলো ১৩ লক্ষ, দেখুন ১০ তথ্যে

ভারতে করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে। (ফাইল ছবি)

নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণ ১৩ লক্ষ ছাড়ানো (Covid-19 in India)। মৃতের নিরিখে ফ্রান্সকে ছাড়িয়ে ত্রিশ হাজার পার করলো সংখ্যা। বিশ্বে মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে ভারত। আগে ইউএস, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালি (US-Mexici-Italy)। ভারতে মোট সংক্রমিত ১৩, ০৬, ০০২। মহারাষ্ট্রের (Covid-19 in Maharashtra) সংক্রমিত ৩, ৪৭, ৫০২ জন।

১০ তথ্যে দেখুন সংক্রমণের খবর:

  1.  গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পরপর দু'বার এত রোগীর মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৫,৭২৯ জন একদিনে সংক্রমিত হয়েছে। মৃত ১,১২৯ জন। 

  2.  গত তিন সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই দেশে মোট সংক্রমিত ছিল ছয় লক্ষ। তিন সপ্তাহ বাদে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ 

  3.  এদিকে তেলেঙ্গানায় শুরু হয়েছে কমিউনিটি সংক্রমণ। আগামি দু-তিন সপ্তাহ গুরুত্বপূর্ণ। জানিয়েছেন সে রাজ্যের এক স্বাস্থ্যকর্তা

  4. সংক্রমণ বাড়লেও বেড়েছে সুস্থতার হার। দেশে এযাবৎকাল ৬৩.৪৫% সুস্থ। গোটা বিশ্বে প্রতি মিলিয়ে বিচারে মৃত ও সংক্রমণের হার কম। এদিন জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশে এখন প্রতি মিলিয়নে সংক্রমিত ৮৬৪ জন

  5.  হর্ষ বর্ধন বলেছেন, এই  লকডাউনে আমরা মহামারী প্রতিরোধ পরিকাঠামো তৈরি করতে পেরেছি

  6.  এদিকে, দেশে তৈরি করোনা টীকার হিউম্যান ট্রায়াল শনিবার থেকে শুরু হয়েছে এইমসে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর

  7.  ইতিমধ্যে সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক এই প্রক্রিয়ায় নাম লিখিয়েছেন

  8. দ্বিতীয় পর্যায়ের জন্য ৭৫০ জনের নাম নথিভুক্ত হয়েছে। এদের বয়স ১২-৬৫

  9. "প্রথম যে স্বেচ্ছাসেবককে ট্রায়ালের অংশ করা হয়েছে। গত দুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল

  10.  বিশ্বব্যাপী ১.৫৪ কোটি মানুষ সংক্রমিত। মৃত ৬.৩২ লক্ষ। সংক্রমণের বিচারে এক নম্বরে আমেরিকা



Post a comment
.