This Article is From Apr 14, 2020

লকডাউন বাড়ায় সমস্যা বাড়ল শ্রমিকদের, সমাধানে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র

প্রধানমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে ভারত কঠোর লড়াই করছে। সমস্ত দেশবাসীর সংকল্প ও ত্যাগের কারণেই করোনার ক্ষতি হ্রাস করা গিয়েছে বলে জানান প্রধা‌নমন্ত্রী।

লকডাউন বাড়ায় সমস্যা বাড়ল শ্রমিকদের, সমাধানে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র

লকডাউনের মেয়াদ বাড়ায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন শ্রমিকরা।

নয়াদিল্লি:

দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সেদিকে নজর রেখে লকডাউনের (Lockdown) সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)জাতির উদ্দেশে এই ঘোষণা করেন। লকডাউনের মেয়াদ বাড়ায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সেই শ্রমিকরা যাঁরা দৈনিক আয়ের ভিত্তিতে রোজগার করেন। লকডাউনের ফলে তাঁরা কাজ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে গ্রাসাচ্ছেদনের জন্য কঠোর সংগ্রাম করতে হয় তাঁদের। এই পরিস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। একটি টুইটে তারা জানিয়েছে, মন্ত্রকের তরফে শ্রমিকদের মজুরি ও অন্যান্য সমস্যাকে সংক্রান্ত অভিযোগের জন্য ২০টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। শ্রমিকদের মজুরি সংক্রান্ত সংস্যার সমাধানের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।

"কাউকে বরখাস্ত করবেন না": লকডাউন জারি রাখার ঘোষণার সময় প্রধানমন্ত্রীর ৭ আবেদন

প্রধানমন্ত্রী মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বলেন, যে যে রাজ্যগুলি নিজেদের শহর বা গ্রামে হটস্পট (করোনা ভাইরাসের সর্বাধিক আক্রান্ত অঞ্চল) হতে দেবে না, সেখানে ২০ এপ্রিল থেকে প্রয়োজনীয় কাজকর্মের অনুমতি দেওয়া হবে।

‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আশ্বস্ত করছি'': খাদ্য, ওষুধের জোগান নিয়ে অমিত শাহ

এদিন প্রধানমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে ভারত কঠোর লড়াই করছে। সমস্ত দেশবাসীর সংকল্প ও ত্যাগের কারণেই করোনার ক্ষতি হ্রাস করা গিয়েছে বলে জানান প্রধা‌নমন্ত্রী।

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০,০০০ পেরিয়েছে। মারা গিয়েছেন ৩৩৯ জন। গত ২৪ ঘঁণ্টায় সন্ধান মিলেছে নতুন ১,২১১ আক্রান্তের। সুস্থ হয়েছেন ১,০৩৬ জন। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩০০ ছাড়িয়েছে।

.