This Article is From Apr 05, 2020

লকডাউনে অভাবনীয় উন্নতি গঙ্গায়, দূষণ কমে পরিষ্কার হচ্ছে জল 

বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরবন্দি। বন্ধ কলকারখান‌া। আর তারই প্রভাব পড়ল গঙ্গার উপরেও। ২৪ মার্চের পর থেকেই দূষণ কমতে শুরু করেছে পুণ্যতোয়া গঙ্গায়।

লকডাউনে অভাবনীয় উন্নতি গঙ্গায়, দূষণ কমে পরিষ্কার হচ্ছে জল 

লকডাউনের পর দূষণ কমতে শুরু করেছে গঙ্গায়। (প্রতীকী)

হাইলাইটস

  • ‌লকডাউনের প্রভাব পড়ল গঙ্গার জলে
  • দূষণ কমতে শুরু করেছে পুণ্যতোয়া গঙ্গায়
  • ৪০ থেকে ৫০ শতাংশ উন্নতির খোঁজ মিলেছে
Varanasi:

লকডাউনের (COVID-19 Lockdown) প্রভাব পড়ল গঙ্গার জলেও (Ganga Water)! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ঘোষণার পর ২৪ মার্চ থেকে দেশজুড়ে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরবন্দি। বন্ধ কলকারখান‌া। আর তারই প্রভাব পড়ল গঙ্গার উপরেও। জানা যাচ্ছে ২৪ মার্চের পর থেকেই দূষণ কমতে শুরু করেছে পুণ্যতোয়া গঙ্গায়। ৪০ থেকে ৫০ শতাংশ উন্নতির খোঁজ মিলেছে। আইআইটি বিএইচইউ-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র অধ্যাপক ড. পিকে মিশ্র সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ‘‘গঙ্গার দূষণের এক দশমাংশ আসে শিল্প থেকে। যেহেতু শিল্পোৎপাদন এখন বন্ধ লকডাউনে, তাই পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা গঙ্গায় ৪০-৫০ শতাংশ উন্নতি লক্ষ করেছি। এটা তাৎপর্যপূর্ণ উন্নতি।''

রবিবার রাতে বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা! বাড়তি জোগান করে রাখছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ

তিনি আরও বলেন, ‘‘১৫-১৬ মার্চ বৃষ্টি হওয়ায় এখানে গঙ্গার জলস্তর বেড়েছে। এর অর্থ এর পরিষ্কার করার ক্ষমতা বেড়ে গিয়েছে। যদি আমরা ২৪ মার্চ থেকে শুরু লকডাউন এবং তার আগের পরিস্থিতির দিকে নজর রাখি, তাহলে দেখব অভাবনীয় উন্নতি হয়েছে।''

বারাণসীর স্থানীয় মানুষরা এতে খুব খুশি। এক স্থানীয় জানাচ্ছেন, ‘‘ক'দিনে আগে আমরা গঙ্গার যে জল ব্যবহার করেছি আর এখন যে পরিস্থিতি, তা দেখলে পার্থক্যটা বোঝা যায়। আজ জল কত পরিষ্কার! এৱ অন্যতম কারণ, এখন কারখানা বন্ধ। মানুষজনও ঘাটে স্নান করতে আসছে না। যদি ১০ দিনেই এমন হয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস অচিরেই গঙ্গা একেবারে আগে যেমন ছিল তেমন হয়ে উঠবে।''

দেশের মোট সংক্রমিতের ৩০%-এর দিল্লি মসজিদ-কাণ্ডের যোগ রয়েছে: স্বাস্থ্য মন্ত্রক

আর একজন জানাচ্ছেন, ‘‘লকডাউনের সময় গঙ্গার জল‌ পরিষ্কার হয়ে গিয়েছে। কেউই নিশ্চয়ই ভাবতে পারেননি লকডাউনে পরিবেশের উপরে এমন প্রভাব পড়বে। গঙ্গার পরিষ্কার জ‌লের দিকে তাকালে আমাদের খুব আনন্দ হচ্ছে।''

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪ মার্চ দেশব্যাপী ২১ দিনের সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেন।

বারাণসীর মতো কানপুরেও স্থানীয়দের মধ্যে খুশি লক্ষ করা গিয়েছে গঙ্গার জলের এমন অভাবনীয় পরিবর্তনে। এক স্থানীয়ের বক্তব্য, ‘‘গঙ্গার জল আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। দেখে ভাল লাগছে।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.