This Article is From Apr 09, 2020

কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে এই প্রথম সকলেই উপস্থিত মাস্ক পরে

বুধবারই দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ জানিয়ে দিয়েছে, বাড়ি থেকে বেরোলে রাজ্যের সকলকেই মাস্ক পরতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে এই প্রথম সকলেই উপস্থিত মাস্ক পরে

বৈঠকটি হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দফতরে।

হাইলাইটস

  • এই প্রথম এমন কোনও বৈঠকে সকলকে মাস্ক পরে থাকতে দেখা গেল
  • এদিন অরবিন্দ কেজরিওয়ালও বৈঠকে মাস্ক পরে উপস্থিত ছিলেন
  • দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে বৈঠকে হাজির হয়েছিলেন কয়েকজন মন্ত্রী। এই প্রথম এমন কোনও বৈঠকে সকলকে মাস্ক (Mask) পরে থাকতে দেখা গেল। বৈঠকটি হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দফতরে। বৃহস্পতিবার ভারতের কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৫,৭৩৪। গত ২৪ ঘণ্টায় ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছে সতেরো জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৬৬ জন। এদিকে দিল্লিতেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলকেও মাস্ক পরে বৈঠক করতে দেখা গি্য়েছে। করোনা অতিমারির মোকাবিলায় কী করণীয় তা নিয়েই ছিল ওই বৈঠক। বুধবারই দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ জানিয়ে দিয়েছে, বাড়ি থেকে বেরোলে রাজ্যের সকলকেই মাস্ক পরতে হবে।

‘‘জীবন একই রকম থাকবে না'': ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় বাড়াল ওড়িশা

এর আগে মন্ত্রীদের এক বৈঠকে আলোচনা করা হয়েছিল এই মাসের পুরোটা সময়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে রাখা উচিত কিনা।

২১ দিনের লকডাউন চলছে দেশে। এই সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নেবেন লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা। বহু রাজ্যের তরফেই কেন্দ্রকে আবেদন জানানো হয়েছে লকডাউন যেন তোলা না হয়। 
এরই মধ্যে ওড়িশা জানিয়ে দিয়েছে তারা লকডাউনকে সম্প্রসারিত করবে ৩০ এপ্রিল পর্যন্ত।

.