This Article is From Mar 27, 2020

লকডাউনের সময় অতিসক্রিয়তার জন্য পুলিশকর্মীদের সরাল রাজ্য

বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশকীয় পণ্য সামগ্রি কিনতে গিয়েও পুলিশি হেনস্থার অভিযোগ এসেছে

লকডাউনের সময় অতিসক্রিয়তার জন্য পুলিশকর্মীদের সরাল রাজ্য

মুখ্যমন্ত্রী বললেন, “কোথাও যেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রির গাড়ি আটকাবেন না...ওষুধ বা অন্যান্য সামগ্রির গাড়ি আটকাবেন না”।

কলকাতা:

করোনা ভাইরাসের (Coronavirus) ছড়িয়ে পড়া রুখতে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কোনওরকম জমায়েত হলেই সেখানে গিয়ে হস্তক্ষেপ করে ভিড় হঠিয়েছে পুলিশ। তারমধ্যেই বেশ কয়েক জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশকীয় পণ্য সামগ্রি কিনতে গিয়েও পুলিশি হেনস্থার অভিযোগ এসেছে। এই পরিস্থিতিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, অতিসক্রিয়তার জন্য সাত-আটজন পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা পুলিশের অতিসক্রিয়তার ১২টি অভিযোগ পেয়েছি। আমরা সাত-আটজন পুলিশকর্মীকে ক্লোজ করেছি, যাতে মানুষের ওপর কোনও অত্যাচার না হয়”।

তিনি বলেন, “জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার, কলকাতার সমস্ত আধিকারিকদের বলা হচ্ছে, আপনারা পরিস্থিতির মোকাবিলা করুন মানবিকভাবে। একদিকে আপনারা দেখুন, যাতে  মানুষ লকডাউন মেনে চলেন, যাতে সংক্রমণ না ছড়ায়। অন্যদিকে, একইসঙ্গে, যদি কারও সমস্যা হয়, সেটা আমাদের মানকিভাবে দেখতে হবে”।

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বললেন, “কোথাও যেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রির গাড়ি আটকাবেন না...ওষুধ বা অন্যান্য সামগ্রির গাড়ি আটকাবেন না”। তিনি আরও বলেন, “কেউ ওষুধ কিনতে গেলে তিনি যেন ওষুধ কিনতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে”।

করোনার বিরুদ্ধে লড়াই, রাজ্য রাজনীতিতে একজোট শাসক বিরোধী

বৃহস্পতিবার কলকাতার বাজারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিকভাবে দূরত্ব বজায় রাখার বার্তা দিতে, দোকানের বাইরে গোল দাগ কেটে দেন তিনি। এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, যেন গ্রামের বাজারগুলিতেও সবাইক নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখেন।

2k43o3mgআলিপুরে ও কালীঘাটে খাবার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা ভাইরাস নিয়ে রাজ্য প্রশাসন সজাগ। বিভিন্ন জায়গায় সোশ্যাল সাইটে ভুয়ো খবর ছড়াোর খবর এসেছে। শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “আগুন নিয়ে খেলবেন না”। তিনি বলেন, “মনে রাখবেন আপনাদেরও ভাই, বোন আছে...জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের নিয়ে ব্যাঙ্গ করার সময় এটা নয়। এখন পরষ্পর পরষ্পরকে সহযোগিতা করার সময়”। মুখ্যমন্ত্রীর কথায়, “ভুয়ো খবর আমরা খুঁজে বের করবই...এগুলিকে আমরা ছেড়ে কথা বলব না”।

লকডাউনে সবজির গাড়ি উল্টে দিল পুলিশ! ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত

এদিন আলিপুরে রিক্সাচালকদের খাবার বিতরণ করা হয় রাজ্য সরকারের তরফে, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং ডিজি অনুজ শর্মা। পাশাপাশি কালীঘাটে নাইটশেল্টারে খাদ্য সামগ্রি বিতরণ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

(IANS এর তথ্য  সংযোজিত হয়েছে)

.