हिंदी में पढ़ें
This Article is From Apr 14, 2020

২০ এপ্রিল পর্যন্ত সব রাজ্যের করোনা পরিস্থিতির দিকে কড়া নজর: প্রধানমন্ত্রী

আগামী এক সপ্তাহ করোনা সংক্রমণ রুখতে কঠোরতর পদক্ষেপ নিতে চলেছে সরকার, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ২০ এপ্রিলের পর মিলতে পারে কিছু ক্ষেত্রে ছাড়

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus in India: যেভাবে দেশবাসী লকডাউনের অনুশাসন মেনেছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী

Highlights

  • আপাতত ২০ এপ্রিল পর্যন্ত লকডাউনের নিষেধাজ্ঞা কঠোর ভাবে মানা হবে
  • রাজ্যগুলোর দিকে কড়া নজর, ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন একসঙ্গে সবাই মিলে করোনার সঙ্গে লড়তে হবে
নয়া দিল্লি:

দেশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা ভাইরাস (Coronavirus in India)। এই পরিস্থিতির (Coronavirus) সঙ্গে লড়াই করতে যেভাবে দেশের সাধারণ মানুষ লকডাউনের নিয়মানুবর্তীতা মেনেছেন তার দরাজ প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন যে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই যথেষ্ট জোরদার গতিতে এগিয়ে চলছে। সমগ্র দেশের মানুষ যেভাবে লকডাউনের তাৎপর্য বুঝেছেন এবং অনেক ক্ষেত্রেই ত্যাগ শিকার করেছেন তাতে বিশ্বের অনেক দেশের তুলনায় ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেক এগিয়ে রয়েছে, বলেন মোদি। গত শনিবারই লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপরেই আজ (মঙ্গলবার) আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন তিনি। 

লকডাউনে "ভারতের মানুষের একজোট" হওয়ার শক্তি প্রত্যক্ষ করা গেছে: প্রধানমন্ত্রী

এর পাশাপাশি অবশ্য তিনি একথাও বলেন যে, সব রাজ্যগুলিকেই তাঁদের যে যে অঞ্চল বা শহরে করোনা সংক্রমণ বেশি ছড়িয়েছে সেগুলোকে খুঁজে বের করে হটস্পট হিসাবে ঘোষণা করতে হবে। যদি দেখা যায় ২০ এপ্রিল পর্যন্ত ওই হটস্পটগুলোতে নতুন করে আর সংক্রমণ ছড়ায়নি তবে কিছু কিছু ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে আনার কথা বিবেচনা করে হবে।

Advertisement

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করেই জানিয়ে দেন যে, করোনার বিরুদ্ধে এই যুদ্ধে সাফল্য লাভ করতে হলে আমাদের সজাগ থাকতে হবে, পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখতে হবে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। আগামী এক সপ্তাহে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও কঠোরতা অবলম্বন করা হবে। প্রতিটি রাজ্যে পরীক্ষা করা হবে যে সেখানে কতটা লকডাউনের নিয়ম অনুসরণ করা হচ্ছে, সেই বিষয়গুলো মূল্যায়ন করে সেই রাজ্যগুলোর ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যে অঞ্চলগুলিতে করোনার সংক্রমণের সম্ভাবনা কম থাকবে, সেখানে ২০ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে কঠোরতা শিথিল করা হবে।

৩ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন চলবে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Advertisement

তবে এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারিও দেন যে, "২০ এপ্রিলের পর কঠোরতা কমানোর ক্ষেত্রে যে অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে তাও শর্ত সাপেক্ষ। যদি দেখা যায় মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানছেন না তবে সঙ্গে সঙ্গে শিথিলতার সমস্ত অনুমতি প্রত্যাহার করা হবে। এটা স্পষ্ট যে এই যুদ্ধে আমাদের অবহেলা করার মতো কোনও জায়গাই নেই এবং কাউকে এক্ষেত্রে নিয়মভঙ্গ করতে দেওয়া উচিতও নয়"। তিনি জানিয়েছেন যে বুধবার এ বিষয়ে একটি বিস্তারিত গাইডলাইন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে। 

Advertisement