Read in English
This Article is From Mar 28, 2020

নার্সকে ফোন স্বয়ং মোদির, করোনায় অক্লান্ত পরিষেবার জন্য কুর্নিশ প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদি (Narendra Modi) ফোন করে ধন্যবাদ জানালেন ছায়াকে। বললেন, তিনি কৃতজ্ঞ ছায়া এবং ছায়ার তো বাকি নার্সদের কাছে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

পুণে হাসপাতালের নার্সকে কৃতজ্ঞতা মোদির

পুণে:

হয়ত বাড়ি ফিরতে পারেনি বেশ কয়েকদিন। হয়ত দু'চোখের পাতা একও হয়নি বেশ কিছু রাত। তবু হাসিমুখে, চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদের সুস্থ করার লড়াইয়ে। তিনি পুণের নাইডু হাসপাতালের (Naidu Hospital) সেবিকা বা নার্স ছায়া জগতাপ (Chhaya Jagtap)। এত অক্লান্ত সেবার ফল পেলেন তিনি শুক্রবার সন্ধেয়। খোদ নরেন্দ্র মোদি (Narendra Modi) ফোন করে ধন্যবাদ জানালেন ছায়াকে। বললেন, তিনি কৃতজ্ঞ ছায়া এবং ছায়ার তো বাকি নার্সদের কাছে। ফোনে প্রধানমন্ত্রীর গলায় প্রশংসা শুনেই নিমেষে উধাও সব ক্লান্তি। চোখের কোণায় আনন্দে জল চিকচিক করছে। এমন মন ভালো করা খবর মিলেছে খোদ প্রধানমন্ত্রীর (Prime Minister) দফতর থেকে।  খবরের সত্যতা স্বীকার করেছে পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশনও। 

করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার ট্রেনের মধ্যেই 'কোয়ারান্টাইন সেন্টার'

মারাঠি ভাষায় কথোপকথনের শুরুতেই মোদি তাঁর সুস্থতার বিষয়ে খোঁজখবর নে। তারপর জানতে চান, রোগের বিরুদ্ধে লড়ার সময় নিশ্চয়ই তাঁর পরিবার প্রথমে আতঙ্কিত হয়েছিলেন ছায়ার সুস্থতা নিয়ে! কী করে সেই ভয় কাটালেন? উত্তরে ছায়া অকপটে জানান, তাঁর বাড়ির লোক তাঁকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। তিনি ক্রমাগত পরিবারকে বুঝিয়ে শান্ত করেন।

Advertisement

এরপরেই প্রধানমন্ত্রী তাঁকে জিজ্ঞেস করেন, হাসপাতালে ভর্তি রোগীরা কি অতিরিক্ত আতঙ্কিত? ছায়া তাঁকে জানান, তাঁরা রোগীদের বোঝানোর চেষ্টা করছেন, পরীক্ষার ফলাফল নেগেটিভই বেরোবে। অযথা ভয় পাবার কোনও কারণ নেই। হাসপাতালের বাকি কর্মীরাও রোগীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন স্বাভাবিক কথাবার্তা বলে।

পাশাপাশি,  মোদিকে আশার বাণীও শুনিয়েছেন ছায়া। জানিয়েছেন, হাসপাতাল থেকে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাতজন রোগী। প্রধানমন্ত্রী যখন তাঁকে বলেন, এই আশার বাণী সবাইকে শোনাতে তখন ছায়া প্রত্যুত্তরে বলেন, "আপনি ভয় পাবেন না। আমরা সবাই মিলে লড়াই করে পারব দেশ থেকে এই রোগ তাড়াতে। এটাই এখন দেশের সমস্ত হাসপাতাল ও কর্মীদের একমাত্র লক্ষ্য।" 

Advertisement

দেশে আরও ১৪৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল, মোট আক্রান্ত ৮৭৩ জন, মৃত ১৯

প্রধানমন্ত্রী এরপরেই জগতাপকে তাঁর নিষ্ঠা ও সেবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, "আপনার মতো লক্ষ লক্ষ নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, চিকিৎসক দেশের সেবায় নিয়োজিত। আপনাদের সবাইকে কুর্নিশ।"

Advertisement

Advertisement