This Article is From Jul 07, 2020

কোভিড-১৯: এক সপ্তাহের জন্য ফের কড়া লকডাউন জারি মালদার কিছু অংশে

সাইকেল রিকশা এবং ই-রিকশা চলাচলেও অনুমোদন নেই বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা। জেলার সদর দপ্তর ইংরেজ বাজারের সবজির বাজার সকাল ১১ টা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement
সিটিস Edited by

এক সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করা হল ইংলিশ বাজার এবং পুরনো মালদা শহরে। ক্রমবর্ধমান COVID-19 সংক্রমণের জেরে বুধবার থেকে শুরু হচ্ছে এই লকডাউন, জানিয়েছে প্রশাসন। কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া এই সময়কালে সমস্ত দোকান বন্ধ থাকবে। ওষুধের দোকান অবশ্য এই লকডাউনের আওতা থেকে বাদ পড়ছে।

রাস্তায় ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি নেই।

গৌড় কন্যা টার্মিনাল থেকে রওনা দেওয়ার পরে রাজ্য চালিত বাসগুলি কেবলমাত্র এই দুটি শহরের যে কোনও একটিতে থামবে।

Advertisement

সাইকেল রিকশা এবং ই-রিকশা চলাচলেও অনুমোদন নেই বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা। তবে জরুরি উদ্দেশ্যে মনোনীত তিনটি জায়গা থেকে কিছু রিকশা পাওয়া যাবে। জেলার সদর দপ্তর ইংরেজ বাজারের সবজির বাজার সকাল ১১ টা পর্যন্ত খোলা থাকবে।

মালদা পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ অভিবাসী শ্রমিকের ঠিকানা। এ পর্যন্ত ৮৫৯ টি সংক্রমণ ঘটেছে এই জেলায়। এর মধ্যে ৩৩১ জন বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন এবং ৫২৪ জনকে সেরে ওঠার পরে ছেড়ে দেওয়া। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই জেলা থেকে এখনও অবধি চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement