This Article is From Apr 28, 2020

সম্ভবত সেপ্টেম্বরেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন, দাবি ভারতীয় সংস্থার

বেশিরভাগ বিজ্ঞানী দাবি করেছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন(Corona Vaccine) বাজারে আসতে ২ বছর বা সর্বনিম্ন ১৮ মাস সময় লাগবেই।

"মে মাসের শেষের দিকেই আমরা উৎপাদন শুরু করছি": আদর পুনাওয়াল্লা

হাইলাইটস

  • সম্ভবত সেপ্টেম্বরেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন
  • দাবি ভারতীয় সংস্থার
  • সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান NDTVকে একথা জানিয়েছেন
নয়াদিল্লি:

সেপ্টেম্বরের শেষেই সম্ভবত বাজারে আসবে করোনা ভ্যাকসিন(Corona Vaccine)। NDTV কাছে দাবি করেছেন বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির প্রধান। যার দাম মোটামুটি ভাবে ১০০০ টাকার মধ্যেই থাকবে। "মে মাসের শেষের দিকেই আমরা উৎপাদন শুরু করছি। সেপ্টেম্বর এবং অক্টোবরের শেষে যদি এর পরীক্ষা সফল হয় তাহলে আমরা ভারত তথা গোটা পৃথিবীকে এই ভ্যাকসিন দিতে পারব ।" সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার(Serum Institute of India) প্রধান আদর পুনাওয়ালা (Adar Poonawalla) NDTVকে একথা জানিয়েছেন।

পুনেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইংল্যান্ড এবং আমেরিকার বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। যে ভাইরাস এখনও পর্যন্ত তিন মিলিয়ন মানুষকে আক্রান্ত করেছে। অন্যদিকে দু লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের আক্রান্ত হয়ে।

বেশিরভাগ বিজ্ঞানী দাবি করেছেন করোনা ভাইরাসের(Coronavirus) ভ্যাকসিন বাজারে আসতে ২ বছর বা সর্বনিম্ন ১৮ মাস সময় লাগবেই। কিন্তু এত কম সময়ে দাবি করার কারণ জানতে চাইলে সংস্থার প্রধান পুনাওয়ালা(Poonawalla) জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের(Oxford University) বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করার আগে পর্যন্ত তাদেরও ইনকিউবেশন পিরিওড বা প্রস্তুতির সময় অনেক দীর্ঘ ছিল।

"কোডাজেনিক্স (Codagenix) এবং আমেরিকান পার্টনারের সঙ্গে কাজ করার সময় আমরা জানিয়েছিলাম করোনা ভাইরাসের ভ্যাকসিন(Corona Vaccine) তৈরি করতে ২০২১ সাল হয়ে যাবে। তারপর মাত্র এক সপ্তাহ আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,যারা ভ্যাকসিন তৈরির কাজে অনেকটাই এগিয়ে গেছে তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধাতে সমর্থ হই।তিনি জানিয়েছেন NDTV কে।

গোটা বিশ্বে মানুষের দেহে অক্সফোর্ডের এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে ২৩ শে এপ্রিল থেকে। চিন, আমেরিকা সহ আরও সাতটি জায়গায় ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে এই ভ্যাকসিনের। লন্ডন স্কুল অব হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

ভ্যাকসিনের দামের ব্যাপারে জানতে চাইলে কোম্পানির প্রধান পুনাওয়ালা জানিয়েছেন," এত তাড়াতাড়ি কিছুই বলা সম্ভব নয়। তবে মোটামুটি ভাবে বলা যেতে পারে হাজার টাকার আশপাশেই হবে দাম।"

সেরাম ইনস্টিটিউটের(Serum Institute) প্রধান জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে। এর আগে ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে সফল হয়েছিল তারা। ম্যালেরিয়া ভ্যাকসিন আবিষ্কার করতে তার  সংস্থা এর আগেই  যৌথভাবে কাজ করেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, জানিয়েছেন পুনাওয়ালা।

অক্সফোর্ড(Oxford) ছাড়াও তার সংস্থা গাঁটছড়া বেঁধেছে আমেরিকান সংস্থা কোডাজেনিক্স এর সঙ্গে। যারা জীবন্ত ক্ষয়প্রাপ্ত ভাইরাস থেকে ভ্যাকসিন তৈরি করে ইতিমধ্যে জন্তুদের দেহে পরীক্ষা শুরু করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে কয়েক মাস পিছনে রয়েছে তারা।

.