মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থাকার বার্তা রাজনৈতিক দলগুলির
কলকাতা: রাজ্য রাজনীতির রণক্ষেত্রে বিনাযুদ্ধে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ তারা, তবে করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে একজোট হয়ে লড়াই রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলের। কয়েক দশক ধরে হিংসাত্মক রাজনীতির সাক্ষী থেকেছে বঙ্গভূমি, তবে এবার বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারীর বিরুদ্ধে লড়াই রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থাকার বার্তা রাজনৈতিক দলগুলির। রাজ্যে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আপাতকালীন তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানে অর্থ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। তৃণমূলের সাংসদ, বিধায়করা ছাড়াও, নিজেদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ সাহায্য করেছেন সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির নেতানেত্রীরাও।
"করোনাকে ভয় পেও না", সচেতনতায় গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এটা রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির সময় নয়। মানবিকতার বিরুদ্ধে এই শত্রুর বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে। এই লড়াই আমাদের একসঙ্গে লড়তে হবে”।
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য, নিজেদের এলাকায় জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন একাধিক বিজেপি বিধায়ক ও সাংসদ। জেলা প্রশাসনকে কোটি টাকার আর্থিক সহযোগিতা করার কথাও বলেছেন তাঁরা।
নিজেদের তহবিল থেকে প্রত্যেক বিধায়ককে ১০ লক্ষ টাকা করে দান করাতে বলা হয়েছে বাম বিধায়কদের। সিপিআইএম নেতা তথা তাদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “আমরা একাধিকবার বলেছি যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআরের নিয়ম মেনে রাজ্য সরকার যে যে পদক্ষেপ করবে, আমরা মা মেনে চলব এবং সবরকম সম্ভাব্য সাহায্য করব। এটা রাজনীতির সময় নয়”।
সামাজিক দূরত্ব বোঝাতে রাস্তায় প্রশিক্ষণ দিলেন মুখ্যমন্ত্রী, ভিডিও শেয়ার করলেন ডেরেক ও'ব্রায়েন
সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, রাজ্য সরকার খুবই চেষ্টা করছে এবং দল রাজ্যের পাশে রয়েছে।
তিনি বলেন, “তিনি খুবই চেষ্টা করছেন, আমাদের শুভকামনা রইল। এই সঙ্কটের মহুর্তে আমরা সরকারের পাশে রয়েছি। এখন রাজনীতি দূরে সরিয়ে রাখার সময়”।
বিরোধী দলগুলির অবস্থানকে স্বাগত জানিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলাস্তরে রাজনৈতিক রং না দেখে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে বলা হয়েছে দলীয় নেতাদের।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)