தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 19, 2019

আমেরিকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে ঘুঁটে! দাম জানলে চমকে যাবেন

সোমবার এক সাংবাদিক আমেরিকার দোকানে বিক্রি হতে থাকা এই ঘুঁটের ছবি টুইটারে পোস্ট করেন। এমন এক পোস্ট দেখে বেজায় মজা পেয়েছেন টুইটেরাত্তিরা।

Advertisement
অফবিট Edited by (with inputs from IANS)

১০টি ঘুঁটের প্যাকেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা।

চেনা ঘুঁটে (Cow Dung Cakes)। কিন্তু অচেনা তার দাম! এক প্যাকেটের মূল্য নাকি প্রায় ৩ ডলার! শুনে চোখ কপালে উঠলেও বানানো নয়, একেবারে সত্যি কথা। নিউ জার্সির এডিসনে এক দোকানে (Cow Dung Cakes Spotted At US Grocery) এই বিপুল দামেই বিক্রি হচ্ছে ঘুঁটে। সোমবার এক সাংবাদিক আমেরিকার দোকানে বিক্রি হতে থাকা এই ঘুঁটের ছবি টুইটারে পোস্ট করেন। সমর হালারনকার নামের ওই সাংবাদিক তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, ‘‘আমার ভাইজি আমাকে এটা পাঠিয়েছে। নিউ জার্সির এডিসনে ২.৯৯ ডলারে বিক্রি হচ্ছে ঘুঁটে। আমার প্রশ্ন, এই ঘুঁটে কি দেশি গরুর গোবর থেকে তৈরি নাকি বিদেশি?''

ছবিতে দেখা যাচ্ছে ১০টি ঘুঁটের প্যাকেটের ছবি। এবং সেই প্যাকেটের গায়ে লেখা এই বস্তুটি কেবল মাত্র ‘‘ধর্মীয় কারণেই ব্যবহারযোগ্য''। এবং এটি ‘‘খাওয়ার উপযুক্ত নয়''।

কুকুরকে 'কথা' বলতে শেখান এই মহিলা, দেখুন সেই আশ্চর্য কাণ্ডকারখানা!

Advertisement

এমন এক পোস্ট দেখে বেজায় মজা পেয়েছেন টুইটেরাত্তিরা। তাঁরা নানা মজার মন্তব্যও করেছেন ছবিটি দেখে।

একজন লেখেন, ‘‘এগুলোকে ‘কাউডাং কুকি' হিসেবে বিক্রি করলে বেশি ভাল হয়।''

Advertisement

TikTok Video: স্ত্রীকে জানাতে চান না আপনার আয়? ভিডিও দেখে রপ্ত করুন কৌশল

আর একজন লেখেন, ‘‘ভারতীয় উৎপাদন।''

Advertisement

একজন আবার জানান, ‘‘ধর্মীয় উপাদান হোক বা না হোক, পাঞ্জাবি রান্নায় জ্বালানি হিসেবে এটা ভাল।''

আর একজন লেখেন, ‘‘কেউ যদি এটা খেতে চান, তাঁকে অনুমতি দেওয়া হোক।''

Advertisement

এর আগে আমাজনের নারকেলের মালা প্রায় ১,৪০০ টাকায় বিক্রি করার খবর সামনে এসেছিল। এবার চমকে দিল ঘুঁটে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement