হায়দরাবাদ: ১৯ জানুয়ারির মহাসভাতে যোগ দেওয়ার জন্য পাঠানো তৃণমূলের আমন্ত্রণ ফিরিয়ে দিল সিপিআই। শুক্রবার সিপিআইয়ের এক শীর্ষ নেতা এই কথা জানান। ১৯ জানুয়ারি কলকাতায় দেশের সমস্ত বিরোধীদের নিয়ে বিজেপি-বিরোধী মহাসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ওই সভার জন্য কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকেই আমন্ত্রণপত্র পাঠিয়েছে তৃণমূল। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইয়ের মুখোমুখি হয়ে সিপিআইয়ের মহাসচিব এস সুধাকর রেড্ডি বলেন, "আমাকে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন ওই সভায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে। আমি তা ফিরিয়ে দিয়েছি"।
তাঁর সিদ্ধান্তকে ব্যাখা করে তিনি বলেন, আমাদের দলের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভালো নয়। তাই ওই সভায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
"তাঁর দল এবং দলের গুন্ডারা পশ্চিমবঙ্গে আমাদের পার্টি অফিস ক্রমাগত ভাংচুর করে গিয়েছে। মারধর করেছে আমাদের কর্মী-সমর্থকদের। আমি কী করেই বা তাঁদের আমন্ত্রণ গ্রহণ করতাম?", বলেন তিনি।