This Article is From Dec 19, 2018

বিজেপির রথযাত্রা বাতিলের কথা মুখ্যমন্ত্রী নিজে জানাচ্ছেন না কেন? প্রশ্ন সূর্যর

বিজেপি এবং  তৃণমূলের  মধ্যে  আঁতাত আছে। দীর্ঘ দিন ধরেই  এই অভিযোগ করে আসছেন রাজ্যের বামপন্থীরা।

বিজেপির রথযাত্রা বাতিলের কথা মুখ্যমন্ত্রী নিজে জানাচ্ছেন না কেন? প্রশ্ন  সূর্যর

সূর্যকান্তর দাবি রাজ্যে  বিজেপিকে বাড়তে সাহায্য করছে  তৃণমূল

হাইলাইটস

  • রথযাত্রা প্রসঙ্গে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে সরব সূর্য
  • তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির লড়াই আসল নয়
  • ‘মক ফাইট' দিয়ে মানুষকে বেশিদিন বোকা বানানো যাবে নাঃ সূর্য
কলকাতা:

বিজেপি এবং  তৃণমূলের  মধ্যে  আঁতাত আছে। দীর্ঘ দিন ধরেই  এই অভিযোগ করে আসছেন রাজ্যের বামপন্থীরা। আরও একবার  এ নিয়ে  সরব হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।  এবার রথযাত্রা  প্রসঙ্গে  তৃণমূল ও  বিজেপির মধ্যে  আঁতাতের অভিযোগে সরব হলেন সূর্য। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির লড়াই আসল নয়। আসল হলে মমতা নিজেই স্পষ্ট করে বলতেন রথযাত্রা  করা  যাবে না।  তিনি সেটা বলার প্রয়োজন মনে  করছেন না। সরকারি আধিকারিকদের বলতে হচ্ছে যাত্রার অনুমতি  দেওয়া  যাবে না। এ থেকেই বোঝা যায়  তৃণমূল আর বিজেপির মধ্যে গোপন সমঝোতা আছে। তবে  এই  ‘মক ফাইটের' মাধ্যমে রাজ্যের মানুষকে  যে বেশিদিন বোকা  বানিয়ে  রাখা যাবে না সে কথাও বলেন  রাজ্য সম্পাদক।      

হাইকোর্টের নির্দেশ মেনে রথযাত্রার নতুন দিন ঘোষণা করল বিজেপি         

সূর্যকান্তর দাবি রাজ্যে  বিজেপিকে বাড়তে সাহায্য করছে  তৃণমূল। তাদের কয়েকটি  নীতির জেরেই পালে  হাওয়া  পাচ্ছে  বিজেপি। একথা বলে ফের একবার প্রতিযোগিতা মূলক  সাম্প্রদায়িকতার কথা উল্লেখ করেন সূর্য। তৃণমূল ও বামেদের একযোগে  আক্রমণ করতে গত  কয়েক বছর  ধরে  এই  বিষয়ের উপস্থাপনা  করে থাকেন বাম নেতারা। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা  হয়  তৃণমূল এবং  বিজেপি  দুটি পৃথক সম্প্রদায়কে তোষণ করে। শুধু  তোষণ করা নয়  বিষয়টিকে  প্রতিযোগিতার স্তরে  নিয়ে  গিয়েছে এই দুটি দল। কয়েকদিন আগে রাজ্যে  এসে একই অভিযোগ করেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। কিন্ত প্রথম থেকেই তৃণমূলের দাবি  বিজেপির সঙ্গে  কোনও আঁতাত তাদের নেই উল্টে তারা কেন্দ্রের শাসক দলকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছে।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.