কলকাতা: কলকাতা পুরসভার দ্বিতীয় সংশোধনী বিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের কাছে পিটিশন জমা দিয়েছিলেন সিপিএম কাউন্সিলর বিলকিস বেগম। ওই বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে ফের আদালতে পিটিশন জমা দিলেন তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে এই নতুন সংশোধনী বিলের ফলেই কাউন্সিলর না হওয়া সত্ত্বেও মেয়র পদে বসিয়ে দেয় রাজ্য সরকার। গত রবিবার কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন হয়। যেখান থেকে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। ওই উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী বুধবার।
সংরক্ষণ নিয়ে কেন্দ্রের ঘোষণায় প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই বিলকে অসংবিধানীয় বলে দাবি করে আদালতে মামলা করেছিলেন বিলকিস বেগম। কিন্তু, গত ৪ জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ তাঁর সেই আবেদন খারিজ করে দেয়।
বনধ ব্যর্থ করার চক্রান্ত ব্যর্থ করবেন সাধারণ মেহনতি মানুষ, বললেন সিটুর রাজ্য সভাপতি
গত ৩ ডিসেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদে বসেন।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)